আজকে মা-কালি (সাহারা খতম) এর হুশ ফিরেছে । সাধারনত সে একটা স্বপ্নের জগতে কোমার ভিতরে থাকে । যেখানে খুন, ধর্ষন, হানাহানি, হত্যা, টেন্ডারবাজি নামে কিছু নেই । সবকিছু খুব সুন্দর স্বাভাবিকভাবে চলছে । যেখানে আইন তার নিজের গতিতে চলে । অপরাধী শাস্তি পায় । যেখানে আইন-শৃঙ্খলার কোন অবনতি হয়না, আইনের দ্বারে দ্বারে ঘুরতে হয়না ।
আজ ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দুপুরে আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে গুলিবিদ্ধ হন। হাস্পাতালে নেবার পর চিকিৎসকরা জানান, ফজলুল মারা গেছেন। এতেই হঠাৎ করে মা কালির কোমা ভেঙ্গে গেল । তিনি যেই সুন্দর জগতে ছিলেন যেখান থেকে বাস্তবে ফিরে এলেন । এর আগে গত দুই সপ্তাহে ঢাকায় ১৮টি হত্যাকাণ্ড হলেও তিনি বলে আসছিলেন, পরিস্থিতি ঠিক রয়েছে। আজ তিনি হন্তদন্ত হয়ে ছুটে গেছেন শুধু এই কারনে যে মারা যাওয়া লোকটি তার দলের । অথচ গত দু-সপ্তাহে যে মানুষগুলো নৃশংসভাবে খুন হয়েছে সেগুলো সম্পর্কে তার ব্যক্তব্য - "এগুলো বিচ্ছিন্ন ঘটনা, সব স্বাভাবিক আছে ।" কতটা নির্লজ্জ হলে তিনি এগুলো অবলীলায় বলে যেতে পারেন!!!
ক্রমাগত খুনের ঘটনায় সরাষ্ট্র প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিলো - "আইন-শৃঙ্খলার যে এত অবনতি, তার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন না কেন?" তার উত্তর - "এগুলা সব স্বাভাবিক ও বিচ্ছিন্ন ঘটনা । আইন-শৃঙ্খলা স্বভাবিক আছে । এই দ্বায়িত্ব প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, উনি যখন বলবেন তখন দ্বায়িত্ব ছেড়ে দিবো ।" কিন্তু কথা হলো প্রধানমন্ত্রীকে কেন বলতে হবে? সে একটা দেশের সরাষ্ট্র প্রতিমন্ত্রী । তার নিজের বিবেক বলে কি কিছু নেই?" যেখানে রাজধানীতে ১০-১২ দিনে ১৮টা খুন হয় সেটা আর যাই হোক, কোন পরিস্থিতিতেই এটা স্বাভাবিক ঘটনা হতে পারেনা । ভাবটা এমন যে প্রধানমন্ত্রী যদি এখন বলে যে গু খান...তাহলে প্রতিমন্ত্রী সাহেব কোমর পর্যন্ত গু'য়ের মধ্যে নেমে দু-হাত দিয়ে খাব্লিয়ে খাব্লিয়ে গু খাবেন

আজ মা-কালিও হম্বিতম্বি করলেন । ২ পুলিশ কে বরখাস্ত করালেন । বদলী করালেন । যেই ব্যর্থতার জন্য বরখাস্ত করলেন, বলদি করালেন সেই ব্যর্থতার দায় কি আপনার এতটুকুও নেই? আজ তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা কার্যত স্বীকার করেন, জানালেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি চক্র সক্রিয় আছে । কথা হলো আপনার পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী কি বসে বসে আঙ্গুল চুষে নাকি আপনার আঙ্গুল চুষে দেয় বলেই কারোই কোন হুশ থাকেনা ?