খুব বেশি আক্ষেপ থেকে লেখাটা লিখছি!আমি জানি...আমার মত আরও হাজারো তরুণের মাঝেও এই আক্ষেপ কাজ করছে!! এই আক্ষেপ আমাকে...আমাদের সকলকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে!! আক্ষেপটা আমার প্রিয় দেশটাকে নিয়ে...দেশের ভবিষ্যত নিয়ে! অযোগ্যের শাসণে দেশটা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে! আর কত ধ্বংস হব আমরা! আর কত বেশি ধ্বংস হলে একজন চে গুয়েভারার দেখা পাব আমরা! আর কত...!!
পাশের বন্ধুপ্রতিম(!) দেশ আমাদের প্রিয় স্বদেশটাকে প্রতিদিন প্রতিরাত একটু একটু করে পঙ্গু করে দিচ্ছে! আর কতকাল আমরা নীরবে এসব সহ্য করব!! আর কতকাল আমদের প্রিয় জন্মভূমি মা কে আমরা লাঞ্ছিত হতে দেব!!
একজন ব্লগার আজ লিখলেন... আমাদের প্রেক্ষাগৃহে ভারতীয় সিনেমা মুক্তি পাচ্ছে!আমি বলব না আমার দেশের সিনেমা খুব উচ্চদরের আর অনেক বেশি শিল্পসম্মত!! কিন্তু তাই বলে অন্য দেশকে নিজের দেশের এই খুঁড়িয়ে চলা সিনেমা শিল্প ধ্বংস করার সুযোগ করে দিতে হবে?
শুধু একটি ক্ষেত্র তো নয়! গত ক’বছরে দেখলাম অনেক কিছুই...!! ট্রানজিট নামের ভয়াবহ প্রহসন... টিপাইমুখী বাঁধ... নিয়মিতভাবে সীমান্ত হত্যা ও অত্যাচার...আরও অনেক!!
আমাদের এমপি... মন্ত্রীদের কথা তো বলাই বাহুল্য!কেউ বিদেশ ভ্রমণে সেঞ্চুরী করেণ,কেউ দেশের যোগাযোগের ভবিষ্যত ধ্বংস করে আন্তর্জাতিক দুর্নীতিবাজের স্বীকৃতি পান... কেউ ক্ষুদে ব্যাবসায়ীদের গায়ে সন্ত্রাসীর সীল লাগিয়ে দেন...আবার কেউ নীরিহ ‘লিমনদের’ শুধু পঙ্গুই করেন না...শীর্ষ সন্ত্রাসী বলে অভিহিত করেন।
আবার যিনি এসব অযোগ্য,দূর্ণীতিবাজ ও ঘৃনিত জীবদের মহান সঞ্চালক... তিনি নিজেকে দাবি করেন দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক হিসেবে!!
এই ব্লগে ভারত বিদ্বেষী ব্লগারের অভাব নেই। তারা তাদের লেখায়,মন্তব্যে ভারত বিদ্বেষের চুড়ান্ত রূপ প্রকাশ করেন। আমি তাদের সাথে কখনো পুরোপুরি একাত্ন হই না! তাদের বলছি...ভারত কি আমাদের এমনি এমনি শোষণ করছে... না তাদের শোষণ করার সুযোগ করে দেওয়া হচ্ছে? এই সূ্যোগটা দিচ্ছে কে? আমাদের শাসকগোষ্ঠী! বড় পুঁজিবাদ দেশ দূর্বল দেশকে শাসন করবে... এটা অবধারিত! আমেরিকা তার প্রমাণ রাখছে বিশ্বজুড়ে...!! ভারতও একই কাজ করছে!! আমরা কি করছি?কোন বাধা না দিয়ে উল্টো তাদের জন্য আরও সুযোগ করে দিচ্ছি!
পুঁজিবাদী সমাজ সর্বদা পুঁজিবাদের পক্ষেই কথা বলে তাই নয় কি!ভেবে দেখুন আমাদের জনপ্রতিনিধিদের(!) কয়জন সত্যিকারভাবে জনগণের মাঝ থেকে উঠে এসেছে!এদের জন্মই ধনবানদের গৃহে!! এরা কি করে বুঝবে একজন খেটে খাওয়া মানুষের কষ্ট!! কি করে তাদের মঙ্গাপীড়িত মানুষের যাতণা স্পর্শ করবে!!
আমার এসব কথা পড়ে ভাববার কিছু নেই যে,আমি শুধু এই সরকারের বিরোধিতা করছি! আগামীতে যারা আসবে বা অতীতেও যারা এসেছিল তাদের চরিত্র তো ভিন্ন কিছু নয়!! তাদের দিয়েও এর বেশি কিছু আশা কোনদিনও করা যায় না...তার প্রমাণ তো তারা শুধু একবার নয়....বারবার দিয়েছেন! আমি এদেশের সমস্ত শাসন ব্যবস্থাকে ধিক্কার জানাচ্ছি!!
স্বাধীনতার পর থেকে তো এই চলে আসছে!! এর কি কোন পরিবর্তন নেই? ব্রিটিশরা আমাদের রক্তে যে পরাধীনতার বীজ ঢুকিয়ে দিয়েছিলে...আমরা কি আজও তা থেকে মুক্তি পেয়েছি? এমন কেউ কি নেই যে আমাদের এই শাসক নামের শোষকদের কবল থেকে মুক্ত করবে...? এমন কেউ কি নেই যে আমাদের মুক্তির স্বপ্ন দেখাবে? আমাদের রক্ত কি শুধু কি চুষে নেওয়ার জন্য?
আমি প্রতিনিয়ত সেই ‘সাত সাগরের মাঝি’র স্বপ্ন দেখি! দেখি একজন চে গুয়েভারা আমাদের আমাদের মাতৃভূমিকে প্রকৃত সম্মান দেওয়ার জন্য লড়ছেন!আমি...আমার মত হাজারো তরুণ হয়েছে তার এগিয়ে যাওয়ার লড়াইয়ের আমরণ সঙ্গী!!
অধঃপতনের আর কোন সীমায় গেলে আমরা ঘুরে দাড়াবো? কবে আসবে সেই বহু প্রতীক্ষিত বিপ্লবের ডাক? কবে জেগে উঠবে এই ঘুমিয়ে যাওয়া জাতি... কবে আমরা তরুণেরা এক হয়ে লড়ব?
মাঝে মাঝে ইচ্ছে করে এদেশের কোটি কোটি মানুষের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের সবকটাকে নিজে হাতে......! আর নয়তো নিজের রক্তে আর একবার আসাদের মত রাজপথ রঞ্জিত করে জানান দেই....আসাদেরা কোন কালেই শেষ হয়ে যায় না!! হাজারো আসাদ দেশের জন্য এই ঘৃনিত নরপশুদের উপড়ে ফেলে দিতে পারে যে কোণ মুহুর্তে... তাতে এ তুচ্ছ জীবন যায় যদি যাক না...