পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও খোঁজ মেলেনি নিখোঁজ বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিএনপির সভাপতি এম ইলিয়াস আলীর । বাংলাদেশ সরকার আতিপাতি করেও খুজে পাচ্ছে না তাকে । ব্যার্থতার রেকর্ডধারী স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সর্বাত্নক চেষ্টা তারা করছেন । তবে তার কথায় কেওই ভরসা রাখছেন না । তবে স্বরাষ্ট্রমন্ত্রী আবারও ৪৮ ঘন্টার আশ্বাস দেননি বলে অনেকেই সস্তি প্রকাশ করেছেন
নিখোঁজ ইলিয়াস আলী
এদিকে বিশ্বখ্যাত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান সার্চইঞ্জিন জায়ান্ট গুগোল এ ব্যাপারে বার্তা প্রকাশ করেছে । গুগোল জানিয়েছে ইলিয়াস আলীর ব্যাপারে তারা বিব্রত করছে । খবর দ্য ভূয়া নিউজ ডট কম
গতকাল এক কনফারেন্সে গুগোলের অন্যতম কর্ণধার ল্যারি পেইজ বলেন
"ইলিয়াস আলীর ব্যাপারে আমরা বিব্রতবোধ করছি, আমরা গ্যারান্টি দিয়েছিলাম পৃথিবীর সবকিছুই কয়েক সেকেন্ডের ব্যাপারে আমরা সার্চ করে এনে দেব কিন্তু পাঁচদিন পরও আমরা তাকে সার্চ করে পাচ্ছিনা যা আমাদের জন্য সত্যিই বিব্রতকর"
বক্তৃতা করছেন ল্যারি পেইজ
ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার থেকেই গুগোল অফিসে নান কানাঘুষা শুরু হয়ে গেছে । ব্যাপারটা তাদের আত্নসম্মানে আঘাত হেনেছে । ইয়াহুর কাছে তারা কিভাবে মুখ দেখাবে সেটাই এখন দেখার বিষয় । তারা বলছেন ইলিয়াস আলী হারিয়ে গিয়ে প্রমাণ করলেন গুগোলের দুর্বলতা । এদিকে এই ঘটনার পর শেয়ারবাজারে গুগোলের দামও পড়ে গেছে
সবচরিত্রই কাল্পনিক