গত ফেব্রুয়ারীতে একুশে বইমেলায় সামুর বিভিন্ন ব্লগারদের বই প্রকাশ পেয়েছে । পাঠক প্রিয়তাও পেয়েছে । কিন্তু সময় স্বল্পতা এবং ব্যাস্ততার কারণে আরও অনেক ব্লগার নিজেদের বইগুলো প্রকাশ করতে পারেননি । সেইসব অপ্রকাশিত কাল্পনিক বইগুলোর পরিচিতি নিয়ে এই পোস্ট
# "হিমু ও নাইমুলের বস্ত্রহরণ" এটি সামুর জনপ্রিয় এবং রহস্যময় ব্লগার ফিফার অপ্রকাশিত বই । সচলায়তনের ব্লগার হিমু ও কিংবদন্তি(!) সাংবাদিক নাইমুলকে নিয়ে লেখা । এবার বই মেলায় প্রকাশ হওয়ার কথা থাকলেও সাংবাদিকতা নিয়ে খুব বেশি ব্যাস্ত সময় পার করার কারণে ফিফা বইটি এবার বের করতে পারেননি । আগামী বই মেলায় পাবেন কিনা তাও বলা যাচ্ছে না
# "হাউ টু বিকাম এ হিট-ম্যান(ব্লগার)" বইটি সামুর হিটম্যান নামে খ্যাত নাফিস ইফতেখারের বই । এই বইতে বর্ণনা করা হয়েছে ব্লগে হিট পাবার উপায় , কমেন্ট করার উপায় । সেই সাথে সতর্কতা করে দেয়া হয়েছে যে এই হিট দ্বারা তাপ তথা কোন প্রকার শক্তি উতপন্ন করা সম্ভব নয় । সামু ব্লগে কৌশিকের সাথে হিটের দৌড়ে ব্যাস্ত থাকায় এবার বইটা প্রকাশ করা সম্ভব হয়নি
# "হুমকিতে ডরে না বীর" বিশিষ্ট ছাগু ফাইটার সবাক লিখেছেন তার নতুন এ বইটি । ছাগু ফাইটার হওয়ায় অনেক মগবাজারীয় পোলাপান তাকে ডিস্টার্ব করে থাকে । তাদের উদ্দেশ্যেই ব্লগার সবাকের এই বই ।
# "যত হুমকির খবর বলে যাই" বিনোদন আর একশনধর্মী বইটি লিখেছেন ব্লগার রুদ্রপ্রতাপ , ব্লগে কে কারে , কিভাবে , কখন হুমকি দিল তার বিস্তারিত বর্ণনা পাবেন এই বইতে । যদিও ব্লগে আগেই প্রকাশ হওয়া কিন্তু সবগুলো একসাথে আছে শুধু এখানেই । অনলাইন পত্রিকা খবর২৪ নিয়ে বেশি ব্যাস্ত থাকার কারণে এবার বইটি বের করতে পারেননি তিনি
# "মধ্যরাতের লুলীয় কাব্য" যৌথভাবে এ বইটি লিখেছেন ব্লগার নিশাচর ভবঘুরে এবং নোনাম নমি । রাতের বেলা ফেছবুক ওয়ালে লুলামীর মাধ্যমে কবিত গুলোর জন্ম । সেগুলোর সংকলন নিয়েই এই বইটি । তবে মাত্রারিক্ত লুলামীতে ব্যাস্ত থাকার কারণে তারা এবার বইটি প্রকাশ করতে পারেননি ।
# "যাবতীয় ক্যাচাল সমগ্র" নিজের ব্লগীয় ক্যাচাল নিয়ে এবং ব্লগের সকল ক্যাচাল পোস্টের সংকলন নিয়ে বইটি লিখেছেন জানা খ্যাত জাতির নানা । এতে পুংখানুপুংখভাবে বর্ণনা করা হয়েছে একটি ক্যাচালের শুরু , সোর্স , ক্যাচালে কিভাবে কাউকে বাঁশ দেয়া যায় তার বিভিন্ন উপায় । ক্যাচাল প্রকাশনীর এই বইটির দাম পড়বে ২৫০ টাকা
# "বাবা আমার বাবা" নামে বইটি লিখেছেন ব্লগের তিনকোণা খ্যাত ব্লগার ত্রিভুজ । বইটির প্রতিটি পাতায় পাতায় রয়েছে বাবার প্রতি সন্তানের ভালবাসার বহিঃপ্রকাশ । ব্লগার এই বইটি লিখেছেন তার সংগঠনীয় বাবা কুখ্যাত রাজাকার গোলাম আযমের রাজাকারীয় জীবন নিয়ে । এই বইতে আরও উঠেছে তার বাবার উপর নির্যাতন , জুলুমের মিথ্যে কাহিনী । এছাড়াও বইটিতে বিষোদগার করা হয়েছে শশী হিমু ও রুদ্রপ্রতাপকে তাদের "উটপাখির ডিম" গানটার জন্য ।
# "একটি ব্লগীয় মুভি পূর্বাপর" এই বইটি লিখেছেন সিনেমার নতুন ধারা উন্মোচক , ব্লগীয় মুভিম্যান গুরু খ্যাত শিপু ভাই । বইটিতে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে একটি ব্লগীয় মুভি বানানোর সহজ উপায়গুলো । বইটি প্রকাশের দায়িত্বে ছিল ময়ূরী প্রকাশন । দাম ছিল ৩০০ টাকা , ব্লগার পরিচয়ে ২৮০ টাকা ।
# "ছেড়ে দে মা কেঁদে বাঁচি" নামের বইটি সিনিয়র ব্লগার জিশান শা ইকরামের লেখা । কারও সাতে পাঁচে না থাকলেও যাবতীয় ক্যাচাল নাকি তাকে নিয়েই হয় । এই জন্যই সকল প্রশ্নের জবাব নিয়ে তাঁর এই বই । বইটির প্রকাশকের দায়িত্বে ছিল ক্যাচাল প্রকাশনী
# "ব্লগ এবং ফেছবুকের ছাইয়া নিক সমগ্র" ব্লগ এবং ফেছবুকের পাঁচ হাজার ফেক বা ছাইয়া(নট হিজড়া) নিকের পরিচয় এবং তাদের ১৮+ ছবি নিয়ে বিশিষ্ট ছাইয়া নিক বিশেষজ্ঞ রিয়াল রিফাতের এই বই । ফেছবুক এবং ব্লগে ভাল অবজার্ভেশনের কারণের দিন দিন উনি হয়ে উঠেছেন ছাইয়া বিশেষজ্ঞ । পিএইচডি ডিগ্রিটা এই পেলেন বলে । এটিই তার থিসিসের সেই অমর বই । প্রকাশকের দ্বায়িত্বে চাকিব খান প্রকাশনী
সব চরিত্রই কাল্পনিক । একটি ফান পুস্ট