প্রোগ্রাম ছিল ৫ টায়। তিনটার সময় সিদ্ধান্ত নিলাম যে যামুই আজকে সামুর অফিসে। রওয়ানা হলাম, ঠিক ৫টায় পৌছাতে পারিনি তবে বেশি দেরিও হয়নি।
খুজে পাচ্ছিলাম না অফিস টা, কমপক্ষে ৫/৬ জনকে জিজ্ঞাসা করে পেলাম সামুর অফিস।অফিস খুজতে গিয়া মোটামুটি বেশ বিরম্বনার মধ্যেই পড়েছিলাম। যাউগ্গা সেদিকে আর না যাই। আসল কথায় আসি।
লিফট থেকে নামার সাথে সাথেই একটা সুন্দর আপু আমাদের অভ্যর্থনা জানালো এবং বলল যে সামনে সিট আছে বসুন গিয়ে। বসলাম গিয়ে সামনে। বসার সাথে সাথেই ক্যামেরা ম্যানেরা খট খট করে ছবি উঠানো শুরু করল। ভালই লাগছিল। আমার মুখে আবার খোচা খোচা দাড়ি ছিল কাটার সময় পাই নাই। তাই মোটামুটি মুখটুখ ঢেকে থাকার চেষ্টা করতেছিলাম

গিয়া দেখি কোশিক ভাই কি সব প্যাচাল পারতাছে

যেমন
১) প্রোগ্রামটা ছিল অগোছালো
২) প্রোগ্রাম হলের মধ্যে ফুসকা, জিলাপীর আড্ডা হওয়ায় আরো হ য ব র ল অবস্থার সৃষ্টি হয়েছিল।
৩) প্রোগ্রাম সুচীর কোন ধারাবাহিকতা ছিলনা।
৪) অডিয়েন্স বসার কোন সিরিয়ালিটি ছিলনা।
৫) উপস্থিত সংখ্যা ছিল কম।
৬) একমনা ব্লগারদের আড্ডা ছিল এটা।
৭) পুরষ্কার প্রাপ্ত ব্লগারেরা কেউ উপস্থিত ছিলনা।
৮) গেমগুলোর স্টাইল ভালো লাগে নাই।
৯) ফুসকাটা সুন্দর হয় নাই

১০) পিছনের ব্যানারটা ছিল খুবই সিম্পল।
১১) প্রোগ্রামের ভিতরে টি টি খেলা ( পাশের রুমে)

এত কিছুর পরও কিছু বিষয় অসাধারণ ভালো লেগেছে। যেমনঃ
১) সামুর নিরপেক্ষতা (যেমন, পুরষ্কার প্রাপ্ত ব্লগার কেউ উপস্থিত ছিলনা, যদি নিরপেক্ষ না হত তবে তাদের পরিচিত ব্লগারদের পুরষ্কৃত করত এবং তারা নিঃ সন্দেহে উপস্থিত থাকতো।
২) সামুর মডুদের সুন্দর আচরন ও কথা বার্তা
৩) আরিল ও জানা আপুর মিশুক আচরন
৪) খোলামেলা আড্ডা।
৫) ফুসকা খারাপ হইলেও জিলাপিটা ছিল জোশ। (আমাকে একটা আপু জিলাপী দিয়েছিল তাই সুন্দর লাগছে কিনা বুঝতাছিনা

৬)আরিলের দেয়া চা তো সেই জোশ লাগছে
৭) রাতমুজুর, রুদ্রপ্রতাপ, নুরুন্নেসা বেগম, আব্দুল্লাহ আর মনসুর রাজসোহান সহ কিছু ব্লগাদের সাথে পরিচিত হওয়া।
৮) মহান বিজয় দিবসের মাসে পুরষ্কৃত সকল লেখা মুক্তিযুদ্ধ কেন্দ্রীক হওয়া।
৯) কোশিক ভাইয়ের অগোছালো


কিছু কিছু ব্যতিক্রমী বিষয় যা ব্যপক আনন্দ দিয়েছে।
১) আড্ডার এক পর্যায়ে রাতমুজুর ভাইয়ের ফ্লোরের উপর পড়ে যাওয়া।
২) আরিল ও জানা আপুর সাথে আমার ছবি উঠা

৩) মডুদের চেহারা দেখা



৪) যখন বলা হইল যে মাল্টি নিক নিয়া কে কে ব্লগিং করেন তারা সামনে আহেন। তখন দেহি কেউ যায়না


৫) কয়েক জন সুন্দর সুন্দর আপু ব্লগারও ছিল যারা প্রোগ্রামে এক্সট্রা আকর্ষন যোগ করেছিল

৬) আরিল ও জানা আপুর কিউট কিউট সুন্দর পিচ্ছি মেয়েটা যখন প্রোগ্রামের ভিতর দিয়ে দৌড়দৌড়ি করতেছিল। ভালই লাগতেছিল।
সকল ব্লগারদের কাছ থেকে পরামর্শ চাওয়া হলে ব্লগার রা যে পরামর্শ দেন তার মধ্যে কিছু ছিল এমন।
১) সামুকে গালাগালি মুক্ত দেখতে চাই।
২) ছাগু মুক্ত সামু দেখতে চাই।
৩) প্রথম পাতার দীর্ঘতা আরো বড় দেখতে চাই।
৪) মডু ঘুমায় পোস্টের নামে অশ্লীলতা মার্কা পোস্টের মডারেশন চাই।
৫) মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মনা ব্লগার চাই।
৬) নোটিশ বক্সের আবার কার্যকারিতা দেখতে চাই।
৭) আজাইরা পোস্টের মডারেশন চাই।
৮) আরো অনেক কিছু................. মনে নাই...........................
যা হোক সবমিলে ভালই লেগেছে। সামুর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। শুভ ব্লগিং।