
আবু উমামা আল বাহেলী (রাঃ) বর্ণনা করেন যে, রাসুল (সাঃ) বলেন, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের তৃতীয় শ্রেণীতে একটি বাড়ীর জিম্মাদার, যে কলহ বিবাদ পরিত্যাগ করে। যদিও সত্য তার পক্ষেই হয়। আর ঐ ব্যক্তির জন্য জান্নাতের দ্বিতীয় শ্রেণীতে একটি বাড়ীর জিম্মাদার, যে মিথ্যাকে পরিত্যাগ করে। যদিও তা হাসি-তামাচ্ছলে হয়। আর ঐ ব্যক্তির জন্য জান্নাতের প্রথম শ্রেণীতে একটি জিম্মাদার, যে সৎ ও চরিত্রবান।
হাদিস থেকে শিক্ষাঃ
## আমাদেরকে কলহ বিবাদ থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
## সব সময় সত্য কথা বলতে হবে। কোন অবস্থাতেই মিথ্যা কথা বা মিথ্যার আশ্রয় নেয়া উচিত নয়।
## সৎ ও চরিত্রবান হতে হবে। সৎ ও চরিত্রবান হতে হলে অবশ্যই কোরআন ও হাদিসের আলোক জীবন গঠন করতে হবে।