পুরুষের জন্য সোনা-রূপার ব্যবহার হারাম (হিদায়া,পৃঃ ১৬)
হযরত আলী (রাঃ) বলেনঃ " রাসুল (সাঃ) আমাকে সোনার আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন।" (মুসলিম, কিতাবুল লিবাস) তিনি একদিন এক ব্যক্তির হাতে একটি সোনার আংটি দেখতে পেলেন, তখন তিনি সেটি টেনে বের করে নিক্ষেপ করলেন।
লোহা ও পিতলের আংটি ব্যবহার করা হারাম।
রাসুল (সাঃ) এক ব্যক্তির হাতের পিতলের একটি আংটি দেখে তাকে বলেনঃ "তোমার থেকে আমি মুর্তির গন্ধ পাচ্ছি" (আদ-দিরায়াহ,ভঃ২, পৃষ্টা ২৩৪)
অপর এক ব্যক্তির হাতে তিনি লোহার আংটি দেখে তাকে বলেনঃ "আমি তোমার হাতে দোযখাবাসীদের গহনা দেখতে পাচ্ছি।" তিরমিযি, পোষাকের অধ্যায়, হাদিস নং-১৭১৭)
পুরুষের জন্য রৌপ নির্মিত আংটি ব্যবহার করা জায়িজ। তবে তা যেন এক মিসকাল থেকে কম হয়। পাথরের আংটি ব্যবহার করাও জায়িয। আকিকের আংটি ব্যবহার করা বৈধ।
রাসুল (সাঃ) ইরশাদ করেনঃ " তোমরা আকিকের আংটি ব্যবহার কর,কেননা তা বরকতময়।" (নাতায়িজুল আফকার, খঃ ১০ পৃঃ ২২)
সুত্রঃ সাজসজ্জা ও রুপ চর্চার ইসলামী বিধান
ডঃ মুহাম্মদ ওয়ালি উল্লাহ।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:৪২