২. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যাহার বুকে কুরআনের কিছুই নাই সে যেন ধ্বংশ হওয়া ঘরের ন্যায়।
৩. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে প্রতিদিন সুরা এখলাছ ২০০ বার পড়ে তাহার ৫০ বৎসরের গুনাহ মাফ হইয়া যায়। শুধু তাহার ঋণ মাফ হয় না।
৪. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- সুরা ফাতিহায় প্রত্যেক রোগের ঔষধ আছে।
৫. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- তোমাদের স্বর দ্বারা কোরআনকে সুশোভিত কর।
৬. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে কুরআন পড়িয়া ভূলিয়া যায় কেয়ামতের দিন সে আল্লাহর সহিত কান ও নাক কাটা অবস্থায় সাক্ষাৎ করিবে।
৭. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে লোকের নিকট হইতে রিযিক পাওয়ার জন্য কুরআর পড়ে সে কেয়ামতের দিন মাংস শূন্য মুখ লইয়া আসিবে।
৮. মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) বলিয়াছেনঃ- যে কুরআন পড়ে সে যেন তদ্বারা আল্লাহর নিকট প্রার্থনা করে শীঘ্রই এমন লোক বাহির হইবে যাহারা লোকের নিকট হইতে ভিক্ষা করার জন্য করআন পড়িবে।
সুরা ইয়াসিন নাযিল ও ফজিলত সম্পর্কে..........................ক্লিক করুন।
Click This Link
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯