আল্লাহ তায়ালা ইরশাদ করেন -
"নিশ্চই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্টিত হয়েছিল তাতো বাক্কায় (মক্কায়)" (সুরা আলে-ইমরানঃ ৯৬)
২. হিদায়াত ও বরকতের কেন্দ্রবিন্দু
আল্লাহ তায়ালা ইরশাদ করেন -
তা (কাবাঘর) " বরকতময় ও বিশ্বজগতের দিশারী।" (সুরা আলে-ইমরানঃ ৯৬)
৩. ইব্রাহীম (আ)- এর ইবাদত ঘর
আল্লাহ তায়ালা ইরশাদ করেন -
"এতে (কাবাঘরে) অনেক সুস্পষ্ট নিদর্শন আছে (যেমন) মাকামে ইব্রাহীম।
(সুরা আলে-ইমরানঃ ৯৭)
৪. দীনের উৎসস্থল
আল্লাহ তায়ালা ইরশাদ করেন -
" এবং স্বরন কর, আমি ইব্রাহীমের জন্য নির্ধারন করে দিয়েছিলাম সেই গৃহের স্থান, তখন বলেছিলাম আমার সাথে কোন শরিক স্থির করোনা এবং আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা দাড়ায় (সালাতে) রুকু ও সিজদা করে।" (সুরা হাজ্জ ঃ ২৬)
৫. মানবতার প্রত্যাবর্তনস্থল
আল্লাহ তায়ালা ইরশাদ করেন -
"এবং সেই সময়কে স্বরণ কর, যখন কাবাগৃহকে মানব জাতির মিলন-কেন্দ্র ও নিরাপত্তাস্থল করেছিলাম।" (সুরা বাকারা ঃ১২৫)
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০০৯ রাত ৯:৪০