আজ দুপুরে এই প্রতিবেদককে দেয়া এক একান্ত সাক্ষাৎকার তিনি এ তথ্য জানান।
সাবেক এই রাষ্ট্রপতির মতে , তার শাসনামলে তিনি যে জিনিসটি সবচেয়ে বেশি উপভোগ করতেন, সেটি হচ্ছে বিটিভি। পৃথিবীর সব দেশে হাজারো টিভি চ্যানেল আছে, তবে বিটিভিকে তিনি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বলে তিনি দাবী করেন। যে ধারা আজও বহমান আছে। বিটিভির সৌন্দর্য হলো, আপনি যে জিনিস এখানে রাখেন না কেন, সেটি অটোমেটিক সরকার দলীয় জিনিস হয়ে যায়। পাবনায় ডিসি সাহেবরা মার খেয়ে ক্যামেরার সামনে কান্নাকাটি করলেও, একমাত্র বিটিভিই পারে, সেই কান্নাকে হাসি হিসেবে ব্যাখ্যা করতে। যে হরতালে একটি রিকশাও রাজপথে চলে না, সেই সফল হরতাল বিটিভির কল্যাণে একটি জনসমর্থনহীন হরতালে পরিণত হয়। হরতালের সময় আপনি পল্টন মোড়ে দাঁড়িয়ে নিজের চোখে একটি রিকশাও দেখেননি, কিন্তু বিটিভির চোখ দিয়ে দেখলে আপনি ঠিকই বুঝবেন যে, পল্টনে সেই সময় এতো গাড়িঘোড়া চলেছে যে রীতিমতো অসহনীয় যানজটের সৃষ্টি হয়েছিল। শুধু তাই নয়, বিটিভিতে আপনি এও দেখতে পারবেন যে , মানুষজন ক্যামেরার সামনে অকপটে বলছে, তারা হরতাল মানে না, আজ কোনও হরতাল হয়নি। এরশাদ জানান, একদিনে বিটিভি এই যুগান্তকারী সাফল্য পায়নি, বিটিভিকে এ পর্যায়ে নিয়ে আসতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।
ব্লগের ব্যাপারে এরশাদ সাহেব শুরু থেকেই বিরুপ ধারণা পোষণ করতেন। সাধারণ মানুষ কেন ব্লগে কথা বলবে ? - তিনি প্রতিবেদককে এ প্রশ্ন করে আরও বলে, ব্লগে কথা বলবে এবং মতামত প্রকাশ করবে একমাত্র ব্লগের মালিক এবং মডারেটরগণ। তাদের মতামতের বাইরে অন্য কোনও মতামত ব্লগে প্রচারিত হতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জনাব এরশাদ আনন্দের সাথে জানান, ব্লগ সম্পর্কে তার এই নেতিবাচক ধারণা পুরোটাই বদলে দিয়েছে ক্যামেলিয়া গোশত বিতান নামের একটি বিশেষ ব্লগ। তিনি এই ব্লগের সাথে জড়িত সকলকে তার মোবারকবাদ জানিয়ে বলেন, এই তো চাই। তরুণ সমাজ এই ব্লগ সৃষ্টি করে প্রমাণ করেছে, আমার আদর্শ ধরে রাখার মতো উৎসাহী তরুণের অভাব নাই। তিনি এই ব্লগে শীঘ্রই বড়ো বিনিয়োগ করে মডারেটর হিসেবে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। ব্লগের পাঠকরা শীঘ্রই তার দীর্ঘ দিনের জমে থাকা কবিতাগুলো অন লাইনে দেখতে পারবেন। তিনি এই ব্লগের মডারেটর হিমুর প্রতি একাত্মতা এবং সংহতি প্রকাশ করেন এবং বলেন হিমু ভাগ্যবান যে তিনি হাজী মামুন এবং ফচ্যুত বলাইকে তার সঙ্গী হিসেবে পেয়েছেন। এরশাদ দ্ব্যার্থহীণ ভাষায় বলেন, হিমু ক্যামেলিয়া গোশত বিতান ব্লগের মালিক, কাজেই সে যদি বলে ওমুকে ওইখানে উঠে নাই, তাহলে সেটাই সবাইকে মেনে নিতে হবে। এটাই নিয়ম। নিয়ম এবং সংবিধানের বাইরে যাবার অধিকারও কারও নেই। আমাদের সবাইকে সংবিধান মেনে চলতে হবে, নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
এরশাদ গভীর দুঃখের সঙ্গে জানান, মানুষ ভালো জিনিসের কদর বোঝে না। বিটিভি মানুষ দেখে না, তেমনি ক্যামেলিয়া গোশত বিতান ব্লগটিও কেউ পড়ে না। তিনি এ বিষয়ে মানুষকে সচেতন হবার আহবান জানান। তিনি অনতিবিলম্বে অন্যান্য স্বাধীন বাংলা ব্লগ যা আছে যেমন সামু ব্লগ, আমু ব্লগ, বন্ধু ব্লগ - এগুলো নিষিদ্ধ করার জোর দাবী জানান। তিনি বলেন, এইসব ব্লগের বাক স্বাধীনতার উপর খোদার গজব পড়ুক।
তিনি শীঘ্রই ক্যামেলিয়া গোশত বিতানে যোগদান করছেন জানিয়ে বলেন , ক্যামেলিয়া ব্লগের মালিক বিশিষ্ট পর্বতবিজ্ঞানী , সম্প্রতি নাসা গ্র“পের আলোচিত কোয়ালিটি কন্ট্রোলার হিমু , কনভিসুভিয়াস এবং অন্যান্যদের সাথে তার ঘনিষ্ট আলাপ হয়েছে। তারা ক্যামেলিয়া ব্লগের ব্যাপারে এরশাদের সহযোগিতা আশা করেছেন বলেন, এরশাদ দাবী করেন।
সূত্র: ফ্রেশ রিলিজ
এই লেখার সাথে সচলায়তন ব্লগের কোনও সম্পর্ক নেই। কোন মিল পাওয়া গেলে নেহায়েত কাকতালীয়।