সিনেমা পিপলস নেটওয়ার্কের কথা কম বেশী অনেকেই জানেন। সিনেমা পিপলস নেটওয়ার্কের অন্তর্ভুক্ত একঝাঁক মেধাবী তরুন নির্মাতা যাদের স্বপ্ন একদিন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রীতে পজিটিভ পরিবর্তন আনা। সে লক্ষ্য নিয়ে নিজেদের পকেটমানি বাঁচিয়ে তারা তৈরী করছে ছোট ছোট শর্ট ফিল্ম। বাইরের দেশে শর্ট ফিল্ম বানিয়ে সেটা বেঁচে কিছু টাকা পয়সা পাওয়া গেলেও বাংলাদেশে টিভি চ্যানেলগুলোতেও ছোট খাটো চাঙ্ক পাওয়া যায় না। তাই এসব শর্ট ফিল্ম এর শেষ ঠিকানা সেই ইয়ুটিউব।
যাইহোক, সিনেমা পিপলস এর ব্যানারে শুরু হতে যাচ্ছে ৫টি প্রোজেক্ট। ৫ থেকে ২০ মিনিটের মাঝে তৈরী হবে এই ৫টি শর্ট ফিল্ম। এখানে কাজ করবে ৫টি ভিন্ন ভিন্ন টিম। ইতিমধ্যে ৪টি টিম দাঁড়িয়ে গিয়েছে, এবং ৩টি স্ক্রিপ্টও লেখা হয়ে গিয়েছে। প্ল্যানিং এর কাজ চলছে। স্টেপ বাই স্টেপ কাজ এগিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে ঈদের আগে একটি শর্ট ফিল্ম এর কাজ শেষ হবে, এবং বাকীগুলোর কাজ ঈদের পর শুরু হবে।
প্রথম প্রোজেক্ট
ডিরেকশনে থাকবে রাওয়ান সায়মা। তাকে সহযোগীতা করবে ভিকি জাহেদ, তাহমিদ অংশু এবং অর্নব মানসুর।
প্রি-শ্যুট সিনোপসিসঃ কল্পনা করুন আমাদের দেশটি একটি রুম। আর সে রুমে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাজনীতিবিদ, রাজাকার, হিন্দী শেখা পিচ্চি ছেলে, হাত বাঁধা নারী, দিনমজুর, চুপ করে থাকা সাধারন মানুষ, প্রতিবাদী তরুন আর ছন্নছাড়া পাগল হলো আমাদের জনগন। এখানে প্রতিটি ক্যারেক্টার আমাদের দেশের একেকটি সেক্টরকে রিপ্রেজেন্ট করছে। তাদের কাজ গুলো দিয়ে ফুটিয়ে তোলা হবে আমাদের দেশের অবস্থা।
চরিত্রঃ বিভিন্ন বয়সের ১১ জন চরিত্র থাকবে এতে। ৯ জন পুরুষ, একজন পিচ্চি ও একজন মেয়ে।
ডিরেক্টর রাওয়ান সায়মার প্রথম শর্ট ফিল্ম দেখে ফেলুন এই ফাঁকে। পেঁয়াজের মতো নারীদের জীবন।
অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হিসেবে থাকলেও ভিকি জাহেদ তার প্রথম শর্ট ফিল্ম বানিয়ে ফেলেছেন অলরেডি। এখানে দেখুন তার প্রথম শর্ট ফিল্ম ডিসগাইজ।
তাহমীদ অংশুর ব্যাপারে বলতে হয়, ওর প্রথম শর্ট ফিল্ম এর কাজ শেষ, এখন শুধু রিলিজের অপেক্ষা। একটা তথ্য যোগ করা উচিত - অংশুর প্রথম শর্ট ফিল্ম এর স্ক্রিপ্ট সিনেমা পিপলস প্রথম অনলাইন প্রতিযোগীতায় প্রথম স্থান দখল করেছিলো।
দ্বিতীয় প্রোজেক্ট
এই প্রোজেক্টটি ন্যাস্ত আছে ফজলে শিশির ও তার টিম এর উপর। এখন পর্যন্ত ড্রাফট স্ক্রিপ্ট এর কাজ করা হচ্ছে। একি সাথে, ময়মনসিংহ তে অবস্থায় করায় শিশির তার কাজ করার জন্য টিম মেম্বার খুঁজছেন। ইতিমধ্যে দুজন শিশিরের সাথে হাত মিলিয়েছেন।
প্রি-শুট সিনোপসিসঃ আমরা আমাদের আশে পাশের অনেক মানুষকে আমাদের নিকট সাহায্য চাইতে দেখি। অবস্থা ও সময়ে প্রেক্ষিতে এদের এড়িয়ে যাওয়াই আমাদের অভ্যাসে পরিনত হয়েছে। কিন্তু অনেক ধোকাবাজীর মাঝেও কিছু কিছু মানুষ কি সত্যিই সাহায্য চাইতে আসেনা? আমরা কি ঘটনার গভীরে কখনো যাই?
চরিত্রঃ যুবক বয়সের দুজন এবং মধ্যবয়ষ্ক ৩/৪ জন চরিত্র থাকবে এতে।
শিশির এর প্রথম শর্ট ফিল্ম এই মুহুর্তে আমাদের হাতে নেই, তাই লিঙ্ক দিতে পারছিনা। শিগ্রী আপডেট করে দিবো আশা করা যাচ্ছে।
তৃতীয় প্রোজেক্ট
এই প্রোজেক্টটি হবে পরিপূর্ন কমার্শিয়াল সিনেমা বলতে যা বুঝেন আপনারা ঠিক তাই। এই শর্ট ফিল্মে গান থাকবে, থাকবে গ্ল্যামার্স। কিন্তু অবশ্যই বাজে গল্প থাকবেনা। গল্প এখনো খোঁজা হচ্ছে। প্রোজেক্টের ডিরেক্টর আলতামিশ নাবিল এই মহুর্তে পরীক্ষা নিয়ে ব্যাস্ত থাকায়, এই প্রোজেক্টটির কাজ শুরু হবে আরো এক সপ্তাহ পর। এই ফাঁকে তার পরিচালিত শর্ট ফিল্ম ভাবুক ২ দেখে ফেলুন।
চতুর্থ প্রোজেক্ট
ইয়াসিন রেজা ও তার টিম এর কাছে ন্যাস্ত রয়েছে ৪র্থ প্রোজেক্ট। এই প্রোজেক্টের কাজ সবার আগে শুরু হয়ে গিয়েছে। অলরেডী কাস্টিং এর কাজ চলছে। পরিচালক শিমু তার প্রথম শর্ট ফিল্ম এর পর এই শর্ট ফিল্ম এর কাজ করছেন। এখানে বলে রাখা ভালো ইয়াসিন, শিমু ও তাদের টিম হলো অন্যান্যদের চেয়ে অভিজ্ঞ - অ্যানিমেশন ইন্ডাস্ট্রী তে তারা অনেক এগিয়ে রয়েছেন। তাদের স্টুডিও থেকে অনেক কাজ বের হয়েছে ইতিমধ্যে। যারা জানেন না তাদের বলছি - ম্যাজিক ইমেজ স্টুডিও টা তাদের।
প্রি-শুট সিনোপসিসঃ আমরা খালি চোখে যা দেখি তাই কি সব? আমরা কাউকে দেখেই অনেক কিছু আন্দাজ করে নেই, কিন্তু সত্যটা আসলে কি? আমাদের চিন্তা চেতনা আজ কোথায় বাঁধা পড়ে আছে? একটি একা মেয়েকে পার্কে বসে থাকতে দেখলে আপনি কি ভাববেন?
চরিত্রঃ দুজন ছেলে, একটি মেয়ে ও এক পাল পথশিশু
ইয়াসীন রেজা ও তার টিমের প্রথম শর্ট ফিল্ম এর কাজ দেখুন। রক্ত দিন, নিজের জীবন বাঁচান।
এখানে পাবেন ইয়াসিন রেজা ও তার টিমের তৈরী অ্যানিমেশন সিরিজ হাবা গোবা। ৩০ সেকেন্ডের কম সময়ব্যাপী অ্যানিমেশন গুলো দেখলে আপনি হাসতে বাধ্য।
পঞ্চম প্রোজেক্ট
এই প্রোজেক্টের গল্প দাঁড়িয়ে আছে। এখনো টিম ফিক্সড করা হয়নি। টিম ফিক্সড করা হলে অতি স্বত্ত্বর আপনাদের জানানো হবে। সাথে থাকুন।
সিনেমা পিপলস নেটওয়ার্কের ছেলে মেয়েরা স্বপ্ন দেখে ফ্রেমে ফ্রেমে। আপনার একটু খানি পিঠ চাপড়ে দেয়াটাই তাদের নিকট অনেক বড় পাওয়া। সিনেমা নিয়ে শুধু ভাবেই না তারা, সিনেমা বানায় ও। হয়তো তাদের লোকবল নেই, ভালো একটা ক্যামেরা নেই, ভালো কোন অ্যাক্টর নেই - তবুও তারা থেমে থাকার পাত্র নয়। সিনেমা পিপলস এর শুরু থেমে যাওয়ার জন্য হয়নি।
সিনেমা পিপলস এর ৫টি প্রোজেক্টের কোন একটি বা একাধিকে যদি কাজ করতে আগ্রহী হোন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের জন্য বর্তমানে ফেসবুক গ্রুপটি সবচেয়ে বেশী কার্যকর যেহেতু আমাদের ওয়েবসাইট নির্মানাধীন প্রক্রিয়ায় রয়েছে। যদিও আমাদের নিজস্ব ব্লগ এবং ফোরাম রয়েছে। দয়া করে যে বিষয়ে আপনার আগ্রহ সে বিষয়ে যোগাযোগ করুন।
উপরের সবগুলো প্রোজেক্টের ব্যাকগ্রাউন্ড লীড দিচ্ছে মাহদী হাসান ওরফে মাস্টার ।
সিনেমা পিপলস ওয়েবসাইট
সিনেমা পিপলস ফোরাম
সিনেমা পিপলস ব্লগ
সিনেমা পিপলস ফেসবুক গ্রুপ
সিনেমা পিপলস ফেসবুক ফ্যান পেইজ
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৫৯