
৩ বছর আগের কথা......
ব্লগ নামক অপরিচিত জগতে মাত্রই পা রাখলাম।
সেদিন তেমন কোন ক্যাচাল ছিলনা....কিন্তু কয়েকদিনেই বুঝে যাই ক্যাচাল কি জিনিস!!তবে সে পরের কথা.....আমি কেবল সেই দিনের কথাই বলে যাব

সেই দিনের পয়লা পেজ
দিনের পয়লা পোস্ট ছিল সবাকের একটা অসাধারন
কবিতা
স্বভাবতই উনাকে সেদিন আমি একজন মুখচোরা! কবিই ভেবেছিলাম

তখনকার বিখ্যাত ব্লগার রাশেদের সেদিন একবছর পূরন হয়েছিলো।সেই উপলক্ষে তিনি একটা পোস্ট করেছিলেন......
দারুন একটা লেখা ....
আমার মতো আরেকজন ব্লগারের ব্লাগিভিষেক হয়েছিলো সেদিন...আফজাল উল হক .....যদিও ঐদিনের পর তিনি ব্লগ ছেড়ে দিয়েছিলেন!!
আমি আর ব্লগ ছাড়তেই পারলামনা আর উনি আর জীবনেও ঢুকলেননা!!!
কি বৈপরিত্য!!!!!!!!
লিনাক্স নিয়া একটা লেখা লিখেছিলেন ব্লগার আশাবাদী....উইন্ডোজ বনাম লিনাক্স ...লিনাক্সের জগতেও আমার পদার্পন সেই পোস্টের মাধ্যমে.....আর এখন তো লিনাক্সেই মজে আছি

ব্লগ নামক জগতটির অদ্ভূত রূপ সম্পর্কেও একটা আইডিয়া পাই সেদিন.....
ব্লগার রাফার একটা লিখা পড়ে.....শিরোনাম
ধিক ব্লগার ধিক .....ছোট্ট পোস্ট........মন্তব্য ৮৩ টা!!!
নাফিস ইফতেখার সেদিন পোস্ট করেছিলেন গুনে গুনে ৩ টা!!!!!!!
১..
২..
৩..


আজব না!!!তবে তখন এটা নিয়ে কাউরে লিখতে দেখি নাই....
বাবুয়া আর হাসিবের ব্যান নিয়া সবাইরে খুব মুখর দেখেছিলাম.....মাথা ঘামাইতে যাইনাই......
ব্লগার ফকির ইলিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ন একটা বিষয় নিয়া লিখেছিলেন....
ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও একটি শায়েস্তা খাঁ তত্ত্ব ......
পোস্ট পড়ে মাথা-মুন্ডু কিছুই বুঝিনাই এবং যথারীতি পোস্টও ভাত পায়নি/#
আস্তিক-নাস্তিক নিয়া তখনও খুব ক্যাচাল হইতো.....
তবে নাস্তিকদের মধ্যে একজনের লিখা দারুন ছিলো......তিনি নাস্তিকের ধর্মকথা ......বুকে হাত দিয়া বলি....উনারে আমি শ্রদ্বা করতাম....উনার সমতূল্য একোনো কাউরে সামুতে পাইনাই....
সেই দিনের কথা বলতে গিয়া ব্লগনামা হয়া যাচ্ছে.......বাদ দেই......
তবে ঢুকেই একটা নাম আমার চোখে আটকে গিয়েছিলো....তিনি অমি রহমান পিয়াল প্রথম আলোর খেলার পাতার পোকা ছিলাম বলে নামটা আমার খুব প্রিয় ছিল।তবে ব্রাজিলের সাপোর্টার ছিলেন বলে ফুটবল নিয়া উনার লিখা স্কিপ করতাম

কয়েকদিনের মধ্যেই আরেকটা নাম মুখস্হ হয়ে গেলো
ত্রিভুজ
ফিউশন ফাইভের একটা স্লোগান আছে.."ওয়ান ম্যান আর্মি""সেইটা সম্ভবত ত্রিভুজের ক্ষেত্রেই ভাল খাটে।
তবে.....প্রথমে সবকিছুই কিরকম লাগতো!
আস্তে আস্তে বুঝে গেলাম ব্লগ কারে বলে!!!
আর ডুবে গেলাম............
(আমার পয়লা পোস্ট একটা আউলা পোস্ট ছিল.....সেইটার মতো এইটাও একটা আউলা পোস্ট)
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১১ রাত ২:১৯