দেখতে দেখতে চলে গেলো ২০১০ সাল ।কত ঘটনা-দুর্ঘটনা ,হাসি-কান্না, আনন্দ-বেদনা নিয়ে ব্লগে একটি বছর কাটিয়েছি আমরা।কত মানবতাবাদি দাবি ,কর্মকান্ড , ক্রিকেটে বাংলাদেশের সাফল্য,ভুমিকম্প , অনেক আলোচিত ব্লগারের সামু ছেড়ে চলে যাওয়া , ব্যান খাওয়া – সব মিলিয়ে যেন এক টুকরা বাংলাদেশ হয়ে উঠেছিলো এই সামু ব্লগ। কেমন ছিল ব্লগে আমাদের এই বছরটি । কি কি নিয়ে মেতেছিলাম আমরা !!! বছর শেষে আসুন চোখ বুলিয়ে নিই কালের গহ্বরের পথের যাত্রি বেচারা ২০১০ এর দিকে (পড়ুন পোস্ট গুলোর দিকে)! আমি একজন অতি সাধারণ ব্লগার হিসেবে নির্মোহভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি মাত্র ।আপনাদের মতামত সাপেক্ষে আরো এডিট করার ইচ্ছা থেকেই একটু সময় হাতে নিয়ে প্রকাশ করে দিলাম সামহোয়ারে টপ টেন ২০১০।
১০. সেনাবাহিনীর জমি দখলঃ বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৃহায়ণ প্রোজেক্টে জমি কেনার প্রক্রিয়াকে দখলের সাথে তুলনা করা হয়েছে। এনিয়ে সাধারণ এলাকাবাসি(রুপগঞ্জের) আন্দোলনে নামে। ব্লগে এই নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। ব্যপক আলোচিত হলেও পোস্টের পরিমাণ বিবেচনায় শীর্ষদশে সর্বশেষ অবস্থানে রাখা হলো।
০৯.মুসা ইব্রাহীমঃ এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশী নাগরিক।তার এভারেস্ট জয় ও সত্যতা নিয়ে যা পর্যালোচনা হয়েছে তা এভারেস্টসম না হলেও কম নয়।তারকথা ভুলে গিয়েছিলাম বলে ক্ষমাপ্রার্থী। আরেক বার গর্ববোধ করছি তার জন্য।
০৮.আশরাফুল ও ক্রিকেটঃ বাংলাদেশ ক্রিকেটের আশার ফুল আশরাফুল কে নিয়ে পোস্ট ছিল চোখে পড়ার মতো। আশরাফুলকে দলে রাখার পক্ষে বিপক্ষে ব্লগারদের মধ্যে ব্যাপক বিতর্ক হয়েছে এই বছর।ক্রিকেটে বাংলাদেশের সাফল্য নিয়েও বোধহয় এত পোস্ট আসেনি এই বছর। আসলে বাংগালি বিতর্ক বড় ভালবাসে।কেউ কেউতো নিজেই নির্বাচকের(!!!) ভূমিকায় অবতীর্ণ হয়ে একাদশ গঠন করে ফেলেছেন।তবে অষ্টম অবস্থান দেয়া হল যৌথভাবে ক্রিকেট ও আশরাফুলকে।
০৭.ঈভটিজিংঃ ঈভটিজিং একটি সামাজিক ব্যাধির নাম। সামু ব্লগাররা শুধু ১৮+ জোক্স(তথা মাস্তি) নিয়ে মেতে থাকে না,(যদিও চান্স পেলেই লুলামি করেন অনেকেই); ভাবেন সমাজ , রাষ্ট্র , প্রজন্ম নিয়ে। তাইতো ঈভটিজিং নিয়ে করা পোস্টগুলোও ছিলো হিট।
০৬. ইউনুস বিতর্কঃ নোবেল বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ প্রফেসর ডঃ মুহম্মদ ইউনুসের একটি ঘটনা নিয়ে ব্লগের পরিবেশ উত্তপ্ত ছিলো বহুদিন । আবারো বলি , বাংগালি বিতর্ক বড় ভালবাসে । তাই এর পজিশন এতো উপরে।
০৫. খালেদারবাড়ি ঃ প্রধান বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে ব্লগের পরিবেশ বেশ উত্তপ্ত ছিলো কয়েকদিন। এই সংক্রান্ত হরতাল , অভিযোগ- পাল্টাওভিযোগ সবই একসাথে হিসাব করা হয়েছে।সার্বিকভাবে এর পজিশন ব্লগীয় র্যাংকিং এ পাচ ।
০৪. শাহরুখ খান ঃ বলিউড সুপার স্টার শাহরুখ খানের বাংলাদেশে আগমন নিয়ে ব্যপক আলোচনার একপর্যায়ে চোখে জলকণা আসার যোগাড় হয়েছে। পোস্টের প্রাচুর্য বিবেচনায় খান সাহেবকে চারে বসানো হল।উনি মানতে না চাইলে হাত পা ছুড়ে ড্যান্স করতে পারেন। তবে ব্লগের পরিবেশ শাহরুখ ভক্তদের অনুকুলে ছিলো না মোটেই ।
০৩. যুদ্ধপরাধীর বিচার ঃ বিগত কয়েক বছরের মতই যুদ্ধপরাধীদের বিচার নিয়ে সোচ্চার ছিলো সামু বাসী।চট্টগ্রামের BNP নেতা সালাউদ্দিন কাদের চৌধুরি বা জামাত নেতাদের গ্রেফতারের পক্ষে-বিপক্ষে আলোচনা সমালো্চনা এর আওতায় ফেলায় বিষয়টিকে তিনে পজিশন দিতেই হল।আশা করি আগামী বছর থেকে এ বিতর্কের অবসান ঘটবে(সুষ্ঠু বিচারের দ্বারা)
০২। প্রভাঃ মডেল ও টিভি অভিনেত্রী প্রভার একটি ঘটনা ( বিস্তারিত বিবরণ ১৮+ বিবেচনায় তা বলাও হলো না , লেখা হলো না, ছাপাও হলো না, আসলে আমার জেনারেল হওয়ার খায়েশ নাই।) নিয়ে সরস আলোচনায় মেতে উঠে ব্লগের অনেকেই। এই একটি ক্ষেত্রে সামুর মডারেটররা পর্যন্ত বিরক্ত হয়ে পড়েছেন। কত ব্লগার যে জেনারেল হয়েছেন এ নিয়ে পোস্ট দিয়ে তার হিসাব নাই।সংগত কারণেই কোন উদাহরণ পোস্ট দেয়া হলো না।পোস্টের পরিমাণ আর আলোচনার প্রাধান্য বিবেচনায় প্রভাকে দুইয়ে স্থান দেয়া হল। এক্ষেত্রে সহযোগী ব্লগারদের মতামত প্রাধান্য দেয়া হয়েছে।
০১. বিশ্বকাপঃ এক্ষেত্রে কোন সন্দেহের কোন অবকাশ নেই যে,বিশ্বকাপ ফুটবলই সবচেয়ে প্রভাব খাটিয়েছে ব্লগার মানসে।কয়েক মাস জুড়ে পোস্ট , পালটা পোস্ট , আর্জেন্টিনা-ব্রাজিল , মেসি-কাকা, পেলে-ম্যারাডোনা, পল, স্পেন-জার্মানী,জাবুলানী,ভুভুজেলা ; কতো বিতর্ক, কত ঝগড়াঝাটি । ব্যাজ ধারণ,ফ্যানক্লাব খোলা কিছু কি আমরা বাদ দিয়েছি?? জাতীয় পর্যায়েও এর প্রভাব ছিলো চোখে পড়ার মত। বাড়িতে বাড়িতে পতাকা , চায়ের কাপে ঝড়তো ছিলোই আরো ছিলো বুয়েটের মত ভার্সিটি বন্ধ হয়ে যাওয়া ।এসব ঘটনার ব্লগীয় বিশ্লেষণ ছিল বেশ interesting. তাই সব কিছুর উপরে স্থান দেয়া হল বিশ্বকাপ ফুটবল ২০১০ কে ।
দিন যায় , দিন আসে আর আমরাও দৈনন্দিন কাজের ফাকে বসি ব্লগে। শেয়ার করি আমাদের চিন্তা ভাবনা, দুঃখ-কষ্ট আর মতামত।আগামী বছরটা সবার ভালো কাটুক আর সামহোয়ার ইন হয়ে উঠুক বাংলাভাষাভাষিদের মত প্রকাশের আরো বড় প্লাটফর্ম –এই প্রত্যাশায় আজকের মত বিদায় নিচ্ছি।