অফিসে এসে সবে মাত্র মেইল-টেইল চেক করছি, এমন সময় সার্ভিস স্টাফ এসে বলে স্যার আপনার একটা চিঠি আসছে। আমিতো অবাক! অফিসের রীতি হলো ইমেইল, আমাকে চিঠি দিলো কে? তার হাত থেকে খামটা নিয়ে দেখি সাম্যহোয়ারইন এর সিল-ছাপ্পর মারা চকচকে একটা চিঠি। মনে মনে ভাবলাম ব্যাটারা চাল্লু আছে, কিভাবে জানি অফিসের ঠিকানা জোগার করে ফেলেছে। কিন্তু চিঠির ভেতরে কি লেখা আছে দেখার জন্য উদ্গ্রীব হহে গেলাম। একটা আশংকা জাগলো মনে। আমাকে ব্যান করে দেয় নাই তো? সাবধানে এন্টিকাটার দিয়ে খামটা খুললাম। এতে লিখা আছে
জনাব চাচামিঞা।
আপনার লেখাগুলো খুবই ভালো হচ্ছে। সম্রতি আপনি আপনার৫০তম লিখাটা ব্লগে ছেরেছেন। আপনাকে অভিনন্দন। যদিও আপনার বেশ কিছু লেখা
*মুক্তিযুদ্ধের গল্প
*ছোটবেলার পড়া লেখাগুলোর সথে প্রায়ই কিছু জিনিষ মেলাতে পারি না
* অলেম্পিক জ্বর!!
বেশ ফ্লপ করেছে। কিন্তু হতাশ হবেন না । আমরা আপনার সাথে আছি। আপনাকে আমাদের নিয়মিত পেইড লেখাক হবার জন্য প্রস্তাব করছি। নিম্নলিখিত শর্তগুলো মানা সাপেক্ষে আমাদের অফিস থেকে নিদ্ধারিত ফর্মে আবেদন করতে অনুরোধ করছি। শর্তগুলো হলো
১। সপ্তাহে কম পক্ষে ৪টা লেখা দিতে হবে।
২। কোনো লেখায় ১০টার কমে মন্তব্য পরলে তা ফ্লপ লিখা হিসাবে গন্য হবে এবং এর জন্য আপনাকে কোন পেইমেন্ট করা হবে না।
৩। সপ্তাহে ৫ দিন অন্তত ৫০০টা কমেন্ট করতে হবে।
৪। কমেন্ট প্রতি আপনাকে ১০ টাকা দেওয়া হবে।
৫। ভ্যালিড লেখাগুলোতে (যেগুলো ফ্লপ করে নাই) শব্দ প্রতি ১০ টাকা দেওয়া হবে।
উপরোক্ত শর্তগুলোতে সম্মত হলে আপনাকে আমাদের রেজিস্টার্ড অফিসে সশরীরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছ।
পুনশ্চ: আপনার বাংলা বানানে যথেস্ট দুর্বলতা আছে। বিষয়টিতে মনোযোগ দিতে অনুরোধ করছি।
শুভেচ্ছান্তে।
সামহোয়ারইনব্লগ কতৃপক্ষ।
চিঠিটা পরে আমি আনন্দেআটখানা। ক্যালকুলেটার চেপে বের করে ফেললাম ওদের কথামতো লিখতে পারলে মাসে কমপক্ষে ৬৮০০০টাকা ফাও পাওয়া যাবে! খবরটা গীন্নিকে দিতেই সে বললো। বাহরে খুব মজা। আমাদের একটা গাড়ীর খুবই দরকার। চলনা আজকেই একটা গারী কিনে নিয়ে আসি। আমিতো খুশিতে পাংখা। গীন্নিকে নিয়ে গেলাম গাড়ী কিনতে। সেলস ম্যান আমাদেরকে একটার পর একটা গাড়ি দেখিয়েই যাচ্ছেন। এর মধ্যে লাল রংএর ফেরারী রেসিংকারটা খুব পছন্ছ হলো। আমি সেলসম্যানের কাছে চাবি নিয়ে গাড়ীতে উঠলাম, গাড়ীতে স্টার্ট দিতেই গাড়ীটা ভো দৌড়দিয়ে একটা পিলারের সাথে প্রচন্ড জোরে ধাক্কা খেলো। সেই ধাক্কায় সামলে নিয়ে চোখ খুলতে দেখি ভেবকো বাসে আমি চাচামিয়া দাড়িয়ে দাড়িয়েই ঘুমাচ্ছিলাম এবং স্বপ্ন দেখছিলাম। বাসের সামনে এক সিএনজি পড়ায় ড্রাইভার প্রচন্ড জোরে ব্রেক করেছে। সেই ঝাকুনিতে আমার স্বপ্ন ভেঙ্গে চৌচির........। মনে মনে ভাবলাম বাইচা গেসি, নাইলে ফেরারীওয়ালাকে জরিমানা দিতে হতো। সামহোয়ারের সাথে তো এখনো চুক্তি স্বাক্ষর করি নাই.........অল্পের জন্য বাইচা গেসি।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:১০