এবারে ২৫শে ডিসেম্বর বড়দিনের ছুটিতে একটা ব্লগীয় ফটোওয়াকের ব্যাপারে সবাই প্রচন্ড আগ্রহী ছিল। কিন্তু সমস্যা হলো যাব কোথায়। প্রথমে ভাবা হয়েছিল রমনা চার্চে বড়দিনের প্রার্থনা অনুষ্ঠান এরপর সোজা শিশুপার্ক। ঢাকার বাইরে যাওয়ার কথাও চিন্তা করা হয়েছিল, কিন্তু ২৬ তারিখ হৈতাল থাকায় বিকালে বা সন্ধ্যায় ফিরতে সমস্যা হতে পারে এই জন্য সেটা বাদ দেয়া হলো। শেষ পর্যন্ত ঠিক হলো আমরা যাব মিরপুর আমাদের পাঠশালায়।
রুবেল নামের এক যুবক এই অসাধারণ স্কুলটা পরিচালনা করছে নানা প্রতিকুলতা মাথায় নিয়ে। বস্তিবাসী ছেলে-মেয়েদের জন্য এই স্কুলটা চলছে পরিচিতজনদের অর্থানুকুল্যে। আমরা অনেকেই গতবছর স্কুলটা দেখতে গিয়েছিলাম, কিন্তু পরে আর সেরকমভাবে খোজ-খবর রাখা হয়নি। গত বিজয় দিবসের শোভাযাত্রার পরে কৌশিক আমাদের আবার স্মরণ করিয়ে দিল সেই স্কুলের কথা। পাবলিক লাইব্রেরী থেকে বেরুনোর সময় রুবেল ২৫ তারিখের বাৎসরিক উৎসবের দাওয়াতপত্রটি দিয়ে যায়।
অনুষ্ঠান হবে সারাদিনব্যাপী। চিত্রাংকন, গান, নাচ, নাটক করবে সবই ক্ষদে শিক্ষার্থীরা। বিকালে আছে কনসার্ট আর কবিগান। শিরোনামহীন, সমগীত আর লীলা - এই ৩টি ব্যান্ড আর কৃঞ্ষকলি ইসলাম এই কনসার্টে সংগীত পরিবেশন করবেন। কবিগানে থাকবেন নির্মল সরকার এবং অজিত সরকারের দল।
ছুটির এই একটা দিন আমরা না হয় ক্যামেরাবন্দী করি এই সব সূবিধা বঞ্চিত শিশুদের প্রতিভা আর আর তাদেরকে যারা নিরলসভাবে ।ালোর পথে নিয়ে যাচ্ছে তাদের সেই ব্যতিক্রমী প্রচেষ্টাকে।
স্থান- আমাদের পাঠশালা
ঠিকানা- বাড়ী- ৪০, লাইন-২৫, ব্লক-ডি,পল্লবী,মিরপুর-১২, ঢাকা.
সময়- সকাল ৯.৩০ এ উপস্থিতি (সরাসরি আমাদের পাঠশালায়)
ফোন- ক্যামেরাম্যান-০১৯১২০৪৩৫৩০, বিদ্যাসাগর-০১৬১৫৭১৭৯৯৯
কৌশিকের পোষ্ট
বিদ্যাসাগরের পোষ্ট
ক্যামেরাম্যান এর পূরানো পোষ্ট
অন্যান্য পোষ্ট এর লিঙ্ক কৌশিকের পোষ্টে