


শোভাযাত্রা





জাতীয় জাদুঘর প্রাঙ্গন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা



কৌশিক নতুন একটা ডকু তৈরী করছে, তার মহড়া

আমাদের লাল্টু ব্লগার - শরৎ

নগর বাউল

রাজু ভাস্কর্য


মনসুর কিন্তু আসলেই হ্যান্ডসাম আছে




ছোট পরিবার, সূখী পরিবার


লাল টুকটুকে দুই পরী - জাফনা আর কিন্নরী

বাহন

বেলুন

হেলিকপ্টার

প্রাণের উৎসব




সামুর বিজয় শোভাযাত্রা শেষ করে চলে গিয়েছিলাম মুক্তব্লগের উদ্বোধনী অনুষ্টানে। জনাব মোহিত কামাল এই ব্লগটির ইদ্ভোধন করেন। আরিল-জানা সহ সামুর বেশ কয়েকজন ব্লগার উপস্থিত ছিলেন। ডোমিনাস পিজ্জায় আয়োজিত অনুষ্ঠানের চমৎকার এক ডিনারে আপ্যায়িত করা হয় অতিথিদের।

এখানেই দেখা হলো ব্লগার লীনা ফেরদৌস আর তার ৭ মাস বয়সী মেয়ে মাধূর্যের সাথে।

সাধ না মিটিলো, আশা না পুরিলো - ফায়ারওয়ার্কসের ছবি তোলার আশা ছিলো। কিন্তু শেষ পর্যন্ত আর যাওয়া হয় নাই সংসদ ভবন এলাকায়। সেটা হয়েছে কিনা তাও জানিনা। ৪/৫ দিন আগে প্র্যাকটিস হিসবে সামনে এক বিল্ডিংএ এয়েল্ডিং ওয়ার্কনের ছবি তুলেছিলাম কিছু। তারই একটা।