সুতরাং নিঃসন্দেহে বলা চলে আমাদের বেশীরভাগেরই আতশবাজী'র ছবি তোলার অভিজ্ঞতা নেই। এই ১৬ই ডিসেম্বর ২০১০ বিজয় দিবসে আবার একটা আতশবাজী হতে যাচ্ছে সংসদ ভবন এলাকায়। সুতরাং আমরা এদিন আতশবাজীর ছবি তোলার একটা প্রচেষ্টা নিতে পারি। গত দু'দিন আমি নেট ঘাটছিলাম এ সংক্রান্ত টিপসের জন্য। বলাই বাহুল্য, অনেকের মতো আমার নিজেরও কোন অভিজ্ঞতা নেই আতশবাজীর ছবি তোলার। আর তাই আপনাদের কাজে লাগবে মনে করেই টিপসগুলি শেয়ার করছি। ফটোগ্রাফীতে অভিজ্ঞদের তাদের মতামত বা সাজেশন শেয়ার করার অনুরোধ রইলো।
কি কি লাগবে
১. ট্রাইপড - এটা অবশ্য অবশ্যই দরকার। আতশবাজীর ছবি তুলতে আপনাকে ব্যবহার করতে হবে স্লো শাটার স্পিড। সেক্ষেত্রে ক্যামেরা হাতে নিয়ে একেবারে স্থির হয়ে থাকা অসম্ভব। সুতরাং আপনার একটা শক্ত সমর্থ ট্রাইপড অবশ্যই লাগবে।
২. রিমোট শাটার রিলিজ - এটা তার সমেত অথবা তার ছাড়া (ইনফ্রারেড) হতে পারে। এটাও মূলত ব্যবহার করতে হবে ক্যামেরা শেক এড়ানোর জন্য। এটার বিকল্প হিসেবে টাইমার ব্যবহার করতে চাইলে কোন লাভ নেই, কারণ ঠিক কখন সেটা আকাশে উঠবে আপনি সেটা জানছেন না।
৩. লেন্স - আপনি যদি উৎপত্তিস্থল থেকে বেশ দূরে থাকেন তবে আপনার দরকার হবে টেলি লেন্সের। আর মোটামুঠি কাছে থাকলে ১৮-৫৫ কিট লেন্স দিয়ে কাজ চলবে আশা করি।
অন্যান্য বিষয়
আতশবাজীর ছবি তোলার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ম্যানুয়াল মোড। অন্য কোন মোড ব্যবহার করলে কাল ফ্রেম ছাড়া আর কিছু আসবে না।
১. ফোকাস - আপনাকে ফোকাস করতে হবে ইনফিনিটি'তে। এর জন্য দূরে কোন কিছুর উপর ফোকাস করে লক তরে নিতে পারেন।
২. এপারচার - f/৮ থেকে f/১৬ ব্যবহার করা যেতে পারে। তবে f/১১ দিয়ে শুরু করে প্রয়োজন অনুযায়ী কমানো বাড়ানো যেতে পারে।
৩. শাটার স্পিড - আপনার যদি রিমোট শাটার রিলিজ থাকে তবে বাল্ব মোড ব্যবহার করাটাই শ্রেয়। বাজী আকাশে উড়ে গিয়ে এক্সপ্লোড করলেই বাটন টিপে দিন। শেষ হলেই আবার বাটন চাপুন। রিমোট শাটার রিলিজ বাটন না থাকলে ২ বা ৩ সেকেন্ডের শাটা স্পিড দিন। এক্ষেত্রে ২/১ টা দেখে শাটার স্পিড এডজাষ্ট করে নিতে হতে পারে।
৪. আইএসও - এটা ১০০ তে রাখলেই মনে হয় ভাল। প্রয়োজন অনুসারে আরেক ধাপ (২০০) বাড়ানো যেতে পারে।
লোকেশন এবং ফ্রেমিং আপনাকে প্রয়োজন এবং সূবিধানুযায়ী ঠিক করে নিতে হবে।
তাহলে দেখা হচ্ছে বিজয় দিবসে ...
হ্যাপি ক্লিকিং ...
-------------------------------------------------------------------------------
তথ্য সূত্র ১
তথ্য সূত্র ২
তথ্যসূত্র ৩
তথ্যসূত্র ৪
তথ্যসূত্র ৫
.... গুগল করলে আরো পাবেন।