আজি গোধূলি লগনে শুনি
বসন্তেরি আগমন ধ্বনি ।
তব বিদায় আজি শীতের বুড়ি !
বৃক্ষের শাখে জাগে নতুন কুড়ি ।
শীতের জরাজীর্ণ প্রকৃতি
ফলে-ফুলে উঠিবে ভরি,
বর্ণহীন এ দুনিয়া,
উঠিবে বর্ণিল হইয়া ।
দূর হয়ে যাক জরাজীর্ণতা,
সাথে জীবনের সকল পঙকিলতা ।
হয়তো স্মৃতিকাতর হইব
করিয়া মনে শীতের পিঠা,
খেজুরের রস কিংবা
শীত-সবজির কথা ।
তবু চাই মোরা
দেখিতে পৃথিবী ফুলে ফসলে ভরা ।
চারিদিকে আজ ব্যস্ততা আর হুড়োহুড়ি
করিবার তরে বরণ বসন্তেরি ।
মেকি সাজ-সজ্জা আর অলংকারে
প্রকৃতির আসল রূপ ঢাকা পড়ে ।
তবু হয়না ম্লান প্রকৃতির সৌন্দর্য
অকৃপণ হস্তে বিলায় সে তা মানবেরে ।
এমনো বসন্তেরি প্রহরে
মন যেন খুঁজে কাহারে ।
কে সে ? কোথায় সে ?
কোথায় গেলে পাব তাহারে ?
চিনিব কেমনে উহারে ?
শুধাই বসন্তরে । ।