ইংরেজী বর্ষ ২০০৯ আর কিছুক্ষনের মধ্যেই আমাদের জীবন হতে বিদায় নিবে । আরেকটি বছরের সমাপ্তি, নতুন বছরের আগমন । কিন্তু রয়ে যাবে পুরান বছরের কিছু স্মৃতি, সাফল্যগাথাঁ আর না পাওয়ার বেদনা ।
তাই ২০০৯ এর সফলতাগুলোকে অবলম্বন করে এর ব্যর্থতাগুলো কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে নতুন বছরে ।
তাহলেই জীবন হয়ে উঠবে সুখময় । সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা নিয়েই মানুষের জীবন । অতীতের ব্যর্থতায় মুষঢ়ে না পড়ে, অতীতের সাফল্যকে অণুপ্রেরণার উৎস হিসেবে বিবেচনা করে সামনে এগিয়ে যেতে হবে ।
তবে বর্ষবরণের উৎসবটা যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায় সেদিকে সকলেরই খেয়াল রাখা উচিৎ । আর অন্যদের সংস্কৃতিকে অন্ধভাবে অনুকরণ না করে আমাদের উচিৎ আমাদের নিজস্ব সংস্কৃতিকে আকড়ে ধরা । তাহলেই বাংগালী জাতি বিশ্বসভায় মাথা উচুঁ করে দাড়াতে পারবে ।
সকলের জন্য একটি আনন্দময় নতুন বছর কামনা করছি ।