অবেশেষে টনক নড়ল সরকারের । নানা বিতর্ক স্বত্ত্বেও শীতকালেও ডে-লাইট সেভিং টাইম চালু রাখার পদক্ষেপ থেকে সরে এসেছে সরকার । ইংরেজী নববর্ষের প্রথম দিনে, আগামী ১লা জানুয়ারী থেকে আবার পূর্বের সময়ে ফিরে যাবে বাংলাদেশ ।
মাননীয় প্রধানমন্ত্রীর জ্বালানী উপদেষ্টা একবার এক সংবাদ বিবৃতিতে বলেছিলেন, এখন থেকে বাংলাদেশ স্থায়ীভাবেই GMT + ৭ টাইম জোনে থাকবে । সরকারের এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় । বিশেষ করে শীতের সকালে ছোট বাচ্চাদের স্কুল যাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে হয় ।
যাই হোক, অবশেষে সরকার সঠিক সিদ্ধান্তটিই নিয়েছে । গ্রীষ্মকালে সময় একঘন্টা এগিয়ে নিয়ে, শীতকালে আবার পূর্বের সময়ে ফিরে যাওয়া হবে । গ্রীষ্মকাল ধরা হচ্ছে ৩১ মার্চ থেকে - ৩১ অক্টোবর । আর শীতকাল হবে ১লা নভেম্বর থেকে ৩০ মার্চ । এখন থেকে বছরে দু'বার এভাবে সময় পরিবর্তিত হবে ।
এ বছর ১৯ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডে-লাইট সেভিং টাইম পালিত হবে । ৩১ ডিসেম্বর রাত ১২.০০ থেকে আমরা পূর্বের সময়ে ফিরে যাব ।
সূত্র : প্রথম আলো ।