ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আনিসুল হক এবং ববি হাজ্জাজের মিথ্যা হলফনামা সবার সামনে প্রকাশ্য। এটা কি কখনও বিশ্বাস যোগ্য আনিসুল হকের ঢাকায় কোন গাড়ী বা বাড়ী নেই! যারা নির্বাচিত হওয়ার আগেই এতো বড় প্রতারণা করতে পারে, নির্বাচিত হলে, তাদের হাতে আমাদের দুঃখ আছে কপালে। বিএনপির প্রার্থীকে এখনও নিশ্চিত নয়।কিন্তু, মাহি বি চৌধুরী হওয়ার সম্ভবনাই সব দিক থেকে বেশী। তিনি খুব ভাল রাজনীতি বুঝেন। কথাও বলেন সুন্দর। কিন্তু, প্রথাগত রাজনীতির বাই প্রোডাক্ট। তার কাছ থেকে খুব বেশী কিছু আশা করাও বোকামী। সারা জীবন তো আমরা বিএনপি আওয়ামীলীগের বাইরে যাই নেই। চলুন এবার আমরা ভিন্ন কাউকে ভোট দেই। হয়তো যে পরিবর্তনের স্বপ্ন আমরা সবাই দেখী, এর মাধ্যমে তা হতে পারে।
জুনায়েদ সাকী গনসংহতি আন্দোলন নামে একটি জনভিত্তিক দল গড়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত যে ২-১ জন রাজনীতিবিদকে দেখে রাজনীতি নিয়ে সম্পূর্ণ হতাশ হতে পারি না, জুনায়েদ সাকী তাদের অন্যতম। তিনি ঢাকা উত্তরের মেয়র প্রার্থী। আসুন এবার আমরা ভিন্ন কাউকে নির্বাচিত করার চেষ্টা করি। হওতো তিনি নির্বাচিত হবেন না, কিন্তু, আমাদের মনের কাছে তো পরিষ্কার থাকব, কোন দূর্নিতিবাজকে ভোট দিয়ে দেশের সাথে বেঈমানী করি নেই।