একটা কালো রঙের চে-গেভারা ক্যাপ কিনতে চাই!
আজিজ সুপার মার্কেট থেকে .........
কিন্তু তা পারি নারে, কেননা স্বপ্ন যে আমার আরও বড়;
তাইতো M&S থেকে একটা কোট কিনেই বলি-
হুরেহ, লাইফ ইজ বিউটিফুল!!
এক বাটি বিউটির লাচ্ছি খেতে চাই!
পুরান ঢাকায় গিয়ে .........
কিন্তু তা পারি নারে, কেননা স্বপ্ন যে আমার আরও বড়;
তাইতো McDonald থেকে একটা বার্গার কিনেই বলি-
হুরেহ, লাইফ ইজ বিউটিফুল!!
একবার সাঁতার কাটতে চাই হাকালুকি হাওরে!
হারিয়ে যেতে চাই বিশাল ঐ জলরাশির মাঝে.........
কিন্তু তা পারি নারে, কেননা স্বপ্ন যে আমার আরও বড়;
তাইতো Tower Bridge ঘুরে এসেই বলি-
হুরেহ, লাইফ ইজ বিউটিফুল!!
একবার লিখতে চাই- দেশকে নিয়ে, স্বাধীনতাকে নিয়ে!
বাংলার আকাশ-বাতাস হবে কম্পিত .........
কিন্তু তা পারি নারে, কেননা স্বপ্ন যে আমার আরও বড়;
তাইতো Nature জার্নালে লিখেই বলি-
হুরেহ, লাইফ ইজ বিউটিফুল!!
একটা টিনের চালার পাঠাগার বানাতে চাই!
সবাই ফ্রিতে পড়বে, গ্রামের বাড়ির অদূরে ........
কিন্তু তা পারি নারে, কেননা স্বপ্ন যে আমার আরও বড়;
তাইতো একটা BMW কিনেই বলি-
হুরেহ, লাইফ ইজ বিউটিফুল!!
এভাবেই বড় বড় সব শখ পূরণের ভিড়ে;
তুচ্ছ ঐ স্বপ্নগুলো, কভু ভিড়ল নাকো নীরে!
চোখে সব ঝাপসা দেখি, নিঃশ্বাস নিতে হয় কষ্ট;
সময়টা বুঝি ফুরিয়েই এলো, জীবনটা মোর আড়ষ্ট!
আজ শুধু ভাবি, পেলি তো জীবনে সবই রে খোকা;
তবুও ভিতরটা কেন শূন্য, তুই বুঝলি না রে বোকা!