আমাকে আর এক টুকরা স্বাধীনতা দাও,
পেট পুরে খাব,
আমাকে এক পেয়ালা মুক্তির জল দাও
তৃষা মিটিয়ে যাব
অন্ধকারে পা পিছলে হড়কে পড়ে ভয়,
জলের তোরে ভেসে চলে নিরাপদ আশ্রয়।
স্বাধীন সিন্ডিকেটে অসহ্য গরম...
নাকে লাগা মৃতদের গন্ধ,
বেপরোয়া অফিস যাত্রীর দীর্ঘশ্বাস,
জ্যামে বসা ভাঙ্গা রাস্তা,
দক দকে অস্তিত্বে ঘা।
ভদ্র ইতর স্বপ্নের দল, বেসামাল মাকাল ফল,
শহরের শব্দ প্রতীক্ষার প্রহর।
-----------------
অতপর আমি ঘুরতে থাকি , বুঝতে থাকি সত্য মিথ্যা।
#বন্ধুতুহিন #কবিতা: এক টুকরা স্বাধীনতা দাও