আপনার উচ্চা শিক্ষা বা আপনার সভ্য আচরন আপনার এখাকার যোগ্যতা হতে পারে না। আপনি তখনই যোগ্য হতে পারবেন যখন আপনি আপনার পিতার বয়সী হোক কিংবা ভাইয়ের বয়সী হোক কোন ব্যাক্তিকে লাথি মেরে শাসিয়ে চাঁদা দাবী করতে পারবেন।
হাজার মানুষ মেরে ফেলে রানা প্লাজার মালিকের মালিককে বাঁচানোর জন্যে লড়াই করে যাচ্ছে মন্ত্রী, সচিব সবাই মিলে। তার আগে লুট করে হলমার্ক ডুব মেরে বসে আছে। তাদের উপহার দেওয়া গাড়ী নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মন্ত্রী মহোদয়। সবাই বেমালুম ভুলে গেছে। কেননা, গণজাগরন এই সব মনে করায় নি। যতক্ষণ না গণজাগরন জাগছে আমাদের মতন আমজনতা ঝিমুবে। আমরা সবাই জীবন ধারন সমস্যা সামলাতে হিমসিম খাচ্ছি আর কে কার জন্যে গায়ে পড়ে আন্দোলন করবে।
গণজাগরণ শুধু পড়ে আছে রাজাকার, পাকিস্তান নিয়ে। সেই পুরানো চেতনা নিয়ে। নতুন কোন ইস্যু কারোর মাথায় নেই।
মানবতাবিরোধীর অপরাধের সঙ্গা শুধু ঔই ১৯৭১ এ আটকে আছে। কত মানুষ পুড়ে মরে গেল, কত মানুষ ক্রংক্রিটের নিচ চাপা পড়ল, কত মানুষকে গুলি করা হলো। প্রতিটা হত্যাকান্ড, অত্যাচার হওয়ার কথা মানবতাবিরোধী অপরাধ।
আরো গণজাগরন হবে। ৪২ বছর পর যদি ৭১ মানবতাবিরোধী অপরাধের এর বিচার হয়। তাহলে আজকের এই অপরাধের বিচার তেমনি ৪২ বছর পর হবে। তখন নতুন চেতনার ডাক উঠবে। আজকের গুরুত্বপূর্ণ ব্যাক্তিগণ হবেন আগামী দিনের অপরাধী।
সময় বলে দিবে। কে কাকে ধরবে?
২রা জানুয়ারী, ২০১৪
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২/৩৬৫
ayonahmed@gmail.com
http://www.ayonahmed.com
১. ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৪ ০
আসলেই আমাদের বাংলাদেশ ভালো নেই।