ফুচকার দোকানে তোমার বাড়াবাড়ি
আমার সাথে দেয়া সব যে আড়ি
ভুলতে পারি না কিছুতেই আমি
যখন যে মনে পড়ে তোমার বাবার সেই ঝাড়ি ।
রাস্তার পাশে লাম্পপোস্টের নিচে দাড়িয়ে
তোমার জানালার দিকে তাকিয়ে
সময় যাবে থমকে দাড়িয়ে
যদি তুমি তোমার জানালা খোল হাতটা বাড়িয়ে ।
তোমার স্কুলের যাবার পথে দাড়িয়ে থাকা
বান্ধবীদের নিয়ে তোমার সেই মুচকি হাসি
আজো পারি না ভুলতে যে আমি
যখন মনে পড়ে আমি পালিয়েছিলাম শুনে পুলিশের বাশি ।
---শূন্য মানব