হয়ত বা এখানেই ছিল
নতুবা ছিল কোনো মরে যাওয়া ফুলে
মাঝে মাঝে এভাবে বৃষ্টি হলে
নম্র যে বাতাস ছুঁয়ে যায় বিকেলের শেষ আলো
সে জানে কিভাবে শ্বাস নিতে নিতে
অনায়াস মরে যায় প্রিয় কবুতর
আমাকে কে দেবে আকার এতদূর এসে
নিজেকে ছোব আজ কোন হাত দিয়ে
প্রশ্ন শেষে হয়ে উঠি নিষ্ঠুর ক্রমাগত
যদি বলি এভাবে যায় না ছোয়া হৃদয়ের আলো
কেন জানি আরেকটু এগিয়ে এসে
নিবিষ্ঠ ছায়াও হয়ে ওঠে বিষধর সাপ
এ রক্ত কাকে চেনে কোন রূপে
এ আলো কীভাবে ফেরে পথ চিনে চিনে
যে পৃথিবীতে তুমিও বাঁচো তোমারই রূপে
সে পৃথিবীতে আমি কেন অজগর সাপ