somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় সার্কাস দল!!

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামিলীগ আমলে আওয়ামি মন্ত্রী এম্পিরা বিনোদনবঞ্চিত :( এই দেশের জনগনকে বিনোদিত করত তাদের বিভিন্ন মন্তব্যের দ্বারা। এখন এই স্থান একছত্রভাবে দখল করেছে বিএনপি !! দুই রাজনৈতিক দলের নেতাদেরই কথা বার্তা , কাজ কর্মের প্যটার্ন এক ও অভিন্ন।



জিয়া বেঁচে থাকলে থাকলে এদেরকে কি করতেন তাই ভাবছি!!


















কোন বিশেষ পরিবারের সেবাদাসদের পক্ষে আসলে কখনই সম্ভব নয় সুস্থ স্বাভাবিক বক্তব্য দেয়া। আর তাই এইসব পাগলের প্রলাপ জাতীয় বিনোদন আমাদের জন্য দুর্ভোগ ও দুর্গতি ছাড়া আর কিছুই বয়ে আনে নাই।

সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৮
১৫টি মন্তব্য ১০টি উত্তর

১. ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৩৪

নতুন বলেছেন: পেটে ক্ষুধা থাকলে জ্ঞানী কথা বের হয় না। B-))

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৩

লেখক বলেছেন: মির্জা ফখরুলতো বলেই দিয়েছে যে তারেক রহমানের লন্ডনের বিলাস বহুল জীবন যাত্রার আয়ের উৎস নাকি জনগন!! জনগন তারমানে লন্ডনে টাকা পাচার করেছে তারেক রহমানের কাছে !! ক্ষুধা কোন পর্যায়ে পৌছালে রাজনীতিবিদেরা এই মাত্রার জঘন্য তামাশা করতে পারে জনগনের সাথে তাই ভাবুন একবার।

২. ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৭

ঢাবিয়ান বলেছেন:



জিয়াউর রহমান বেঁচে থাকলে নেতানিয়াহু আজ এইভাবে কান্নাকাটি করে সারা পৃথিবীর কাছে মাফ চাইতেন।

জেন- জির কান্ড দেখেন :)

৩. ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: আজ হোক আর কাল হোক নির্বাচনে বিএনপির কিছু হাই প্রোফাইল নেতা হারবে।

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২১

লেখক বলেছেন: সংস্কারের আগে কোন অবস্থাতেই নির্বাচন দিতে দেয়া যাবে না। স্রেফ স্বৈরাচার পতনের দাবীতে ৩রা অগাস্ট এক দফা ঘোষনা করেনি নাহিদ। নয়া রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তনের দাবী ছিল ১ দফায়।

৪. ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:২১

রিফাত হোসেন বলেছেন: বিএনপির এই জোকারিকে কাঊয়া কাদের খোঁজ করে! দুইজনই একই মগডালের বাসিন্দা।

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩২

লেখক বলেছেন: একবিন্দু পার্থক্য নাই। সংস্কারের মাধ্যমে এই জাতীয় দুর্নিতীবাজ, তেলবাজদের নির্বাচনে অযোগ্য না করা গেলে পুরোপুরি ব্যার্থ হবে রক্তে রঞ্জিত জুলাই বিপ্লব।

৫. ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩২

এ পথের পথিক বলেছেন: জাতীয় সার্কাস দল হলে নাম মানানসই হইত মনে হচ্ছে :D
কতটা ক্ষুধার্ত হলে এমন কথা বলতে পারে তা সহজেই অনুমেয় ।
নাহ আমার মনে হচ্ছে উকা(উবায়দুল কাদের) কেও ইনি ছাড়িয়ে যাচ্ছেন, ইনাকে উকার সাথে তুলনা আর চলে না ।

১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৪

লেখক বলেছেন: একেবারে। উকা ফেইল এদের কাছে!

৬. ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৬

আরোগ্য বলেছেন: ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আহ্ যদি পারতো আকাশের চাঁদটাও তারা খেয়ে ফেলতো। আমি কোনদিন কল্পনাও করিনি এ দলটা এতো নিচে নামতে পারে। আফসোস!!
কোন আলেমওলাামাও নবীদের নাম নিয়ে এরকম মন্তব্য করে না মির্জা আব্বাস যা করেছে। হারাম কামাই খাইতে খাইতে মস্তিষ্কে ঘুণে ধরেছে। মুখ দিয়ে যা ই বের হয় তাই বিবেকবান মানুষের গায়ে কামড়ের মত লাগবে। আর মিরজাফরখুল এর কথা কি বলবো!

শেষ পর্যন্ত তারেকও মুক্তিযোদ্ধা হয়ে গেল কোনদিন শুনবে জাইমা ২৪ এর মাস্টারমাইন্ড।

১২ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: লুটেরাদের কোন দল নাই, জাত নাই। এরা সবাই এক। মির্জা ফখরুল বা আব্দুল কাদের সবাই এক। দুই লুটেরা পরিবারকে সামনে রেখে দেশ লুটপাঠই এদের মুলমন্ত্র । ডক্টর ইউনুস এদের শত্রু। বিএনপি যেই রুপ ধারন করেছে তাতে এই দেশের ভবিষ্যত খুবই অন্ধকারছন্ন মনে হচ্ছে। একদিকে লীগের নেতা কর্মীদের হুমকি, আস্ফালন অন্যদিকে বিএনপির লীগের সাথে আতাত খুবই শংকা তৈরী করেছে সর্বত্র।

৭. ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:১১

ইফতেখার ভূইয়া বলেছেন: উনাদের এসব গাল-গপ্পে আর চিড়া ভিঁজবে না। তারা যখন গদিতে ছিলেন, তখন তারা কি করেছেন মানুষ তা ভুলে যায় নি। একজনতো দেশে থেকে টাকার গাট্টি-বস্তা নিয়ে বিদেশে বসে বসে লেকচার দিচ্ছে আর দেশে এরা। এদের অবসরে যাওয়া উচিত। অর্ধ-শতাব্দীতে তারা কিছু করতে পারে নি। এখনও যে কিছু করতে পারে তেমনটা স্বার্থন্বেষী গর্দভ ছাড়া কারো পক্ষে বিশ্বাস করা অসম্ভব।

১২ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: আশংকার বিষয় হচ্ছে দুই রাজনৈ্তিক দলের হাতেই অনেক টাকা। সেই টাকা ছড়িয়ে এরা মানুষ কিনতে চাইছে। জুলকারনাইনের মত ফ্যসিস্ট আওয়ামিলীগের সাম্রাজ্য টলিয়ে দেয়া ব্যক্তি বিক্রি হয়ে গেছে। অনলাইনে জুলকারনাইন, তাসনিম খলিল, মির্জা ফখরুলের জামাতা ফাহাম, চ্যনেল আই এর জিল্লুর রহমান নিল্লজ্জভাবে বিএনপির দালালি শুরু করেছে। জাতি হিসাবে আমরা এত বেশি লোভী ও সস্তা যে এই দেশে আসলে পরিবর্তন আনাটা খুবই কঠিন।

ডক্টর ইউনুসই একমাত্রা ভরসা। যেভাবেই হোক উনাকে ধরে বেধে আমাদের ক্ষমতায় রাখতে হবে।


৮. ১১ ই এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৭

ভুয়া মফিজ বলেছেন: মির্জা ফখরুল এখন মির্জা কাদের.........কাউয়া কাদেরের জাতীয়তাবাদী আওয়ামী পার্টির নয়া সংস্করণ!!!! =p~

থ্রি স্টুজেস সবাই দেখেছেন নিশ্চয়ই, একটা চরম বিনোদনমূলক অনুষ্ঠান ছিল। দুই মির্জা আর এক আমীর এখন বাংলাদেশে বিনোদন দেয়ার যে উদ্যোগ নিয়েছে, এটা সর্বমহলে প্রশংসিত। এসবকে ছোট করে দেখার হীন প্রচেষ্টাকে জাতি রুখে দিবে।

চাটার দল এখন বিএনপিতে। কোন কথা হবে না...........শুধু আওয়াজ হবে!!!!! :P

১২ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১৪

লেখক বলেছেন: মির্জা ফখরুলের জোকার জামাতা ফাহাম এখন শশুর আব্বার সুরে সুর মিলিয়ে বলছে যে, '' এই দেশের বেশীরভাগ শিক্ষিত মানুষ আসলে য়ুনিভার্সাল ভোটের বিরোধী এবং তারা প্রবলভাবে এন্টি পিপল। '' বুঝেন অবস্থা !


এদের সবার দরকার মেডিসিন। দুদক সক্রিয় হওয়া দরকার বিএনপি নেতাদের বিরুদ্ধে। তারেক রহমানের অর্থের উৎস যে জনগন বলেছে মির্জা ফখরুল, জনগনের কাছে সেই অর্থের হিসাব দিতে হবে।

৯. ১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: এই নেতা গুলো আসলে মূর্খ।
এরাই দেশ পরিচালনা করবে, অতীতেও করেছে- তাদের দ্বারা কোনো উন্নয়ন সম্ভব নয়।

আমাদের দরকার খাটি মানুষ। ভালো মানুষ।

১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:০৩

লেখক বলেছেন: একজন খাটি ও ভাল মানুষ আমরা পেয়ে গেছি। যেভাবেই হোক ডক্টর ইউনুসকে আমাদের ধরে রাখতে হবে।

১০. ১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪৩

সাদা মনের মানুষ বলেছেন: এই জন্যই ট্রাম্পকে আমার ভালো লাগে, সে মুখে যা বলে তা করে দেখায়, যা আমাদের দেশের নেতাদের ক্ষেত্রে উল্টো।

...........শুভ কামনা সব সময়।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২২

লেখক বলেছেন: আমেরিকা হচ্ছে প্রকৃত গনতান্ত্রিক দেশ সেখানে নির্বাচনের আগে যে সব প্রতিশ্রুতি দেয়া হয় , তা ক্ষমতায় গেলে পুরন করা লাগে।

১১. ১১ ই এপ্রিল, ২০২৫ সকাল ১১:০০

রাসেল বলেছেন: দলমত নির্বিশেষে, যারা এই জাতীয় নিকৃষ্ট প্রাণীদের সচেতনভাবে ভোট দিবে, তারাও নিকৃষ্ট প্রাণী।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২৮

লেখক বলেছেন: শিক্ষিতদের মাঝে যারা জেনেশুনে এই চোর ডাকাতদের ভোট দেয় , তারা আসলে দেয় নিজের স্বার্থে। এই নিকৃষ্ট প্রানীরাই হচ্ছে রাজনৈ্তিক সুবিধাভোগী গোষ্ঠী যাদের বিবেক বলতে কিছুই নাই। আর দরিদ্র জনগোষ্ঠী নিজেদের ভাল মন্দ কিসে , তাই জানে না বা বোঝে না। এদেরকে এক বেলা খাবার দিলেও সেই প্রার্থীকে গিয়ে ভোট দিয়ে আসে। সংস্কারের মাধ্যমে এই জাতীয় প্রচারনার বিষয়টা একেবারেই পার্মানেন্টলি বন্ধ করে দিতে হবে।

১২. ১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:০৯

রাজীব নুর বলেছেন: মির্জা আব্বাস সম্পর্কে পিনাকী সাহেব বলেছেন, দেখেছেন ইউটিউব?

১৩. ১২ ই এপ্রিল, ২০২৫ সকাল ১০:৫৬

রানার ব্লগ বলেছেন: ৮০ সালের পর থেকে বাংলাদেশে কোন রাজনীতি শেখা (কাগজে কলমে, মাঠে ময়দানে) ব্যেক্তিত্ব গড়ে ওঠে নাই । আর ৯০ এর পরে তো রাজনীতি ব্যবসায়ী আর ধান্দাবাজদের হাতে চলে গেছে ।

১৪. ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৪

খায়রুল আহসান বলেছেন: দেশ থেকে আজ প্রকৃত রাজনীতি নির্বাসিত। তাই রাজনীতির নামে অপরাজনীতি কচুরিপানার মত ভেসে উঠছে। সে কারণেই এসব চাটুকার দলদাসদের অবস্থা রমা রমা! যারা তাদের নেত্রীর বাসভবনের সামনে থেকে একটা বালুর ট্রাক সরানোর মত শক্তি দেখাতে পারেনি, লাখো মানুষের জনসভায় কয়েকটি সাউন্ড গ্রেনেডের শব্দ শুনে পড়ি কি মরি বলে দৌড়ে পালাতে দিশা পায়নি, তাদের এই নেতৃত্বের আর কোন দেউলিয়াপনা দেখার জন্য জাতি তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না এ মুহূর্তে। তাদের প্রথম সারির ব্যর্থ ও অথর্ব নেতৃত্বকে সরিয়ে দিয়ে জনগণের নাড়ির স্পন্দন বোঝা নয়া নেতৃত্বকে ক্ষমতায়ন না করলে তাদেরকে আরও বহুদিন ক্ষমতার বাইরেই কাটাতে হবে।

১৫. ২৩ শে মে, ২০২৫ দুপুর ২:৪৭

এ পথের পথিক বলেছেন: অনেক দিন হয়ে গেল আপনার কোন পোস্ট পায়না, দেশে অনেক কিছুই চলেছে ।
আর দেশ তো মুতে ভাইস্যা যাচ্ছে ....

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে মেয়র হবে না হবে, তাতে আমার কী আসে যায়!

লিখেছেন নূর আলম হিরণ, ২২ শে মে, ২০২৫ বিকাল ৩:৩৮


একটা কথায় কতটা ক্ষোভ, হতাশা আর বাস্তবতার প্রতিফলন হতে পারে—এই একটুকু বাক্যই তার প্রমাণ। এটা নিছক কোনো ফেসবুক স্ট্যাটাস না, এটা আজ হাজারো সাধারণ নাগরিকের কণ্ঠস্বর, যারা প্রতিদিন বাঁচার সংগ্রামে... ...বাকিটুকু পড়ুন

=ভুল করি, বিপদে পড়ি= (প্রার্থনা)

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২২ শে মে, ২০২৫ বিকাল ৪:১৫



যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।

কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। তোমরা সংযত হও, নাহলে আমি পদত্যাগ করবো।

লিখেছেন শাহ আজিজ, ২২ শে মে, ২০২৫ রাত ৯:০৬




প্রফেসর ইউনূস এখন কী করবেন? তার সামনে বিকল্প খুবই কম। পরিবর্তিত পরিস্থিতিতে তার নেতৃত্ব অনেকটাই চ্যালেঞ্জের মুখে । হয় তিনি পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন, না হয় পদত্যাগ করে... ...বাকিটুকু পড়ুন

পুতুল নাচের মাঝের গল্প : ওয়াকার বনাম ইউনূস !

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৫ রাত ৯:০৯


বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা দেখে একজন সাধারণ নাগরিক কি ভাবছেন? তাদের ভাবনার আদৌতে গুরুত্ব আছে কোনো ? দেশে ইন্টেরিম সরকার ক্ষমতায় থেকে টেনেটুনে চালিয়ে নিয়ে যাচ্ছে। দেশে নির্বাচন... ...বাকিটুকু পড়ুন

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে...

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে মে, ২০২৫ রাত ৯:৪৪


পঞ্চগড় সদর উপজেলার পানিমাছপুকুরি এলাকায় তাওহীদ মডেল মাদরাসার এক শিক্ষার্থী (সুমনা)’র রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের বড় বোন আমেনা খাতুন জানান, কিছুদিন আগে... ...বাকিটুকু পড়ুন

×