যায় কি ভোলা সহজেই শরীরের দোষ
কাটলে বেরিয়ে আসে সুধা
এ তবে গাছেরই দোষ
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে বুকের কাঁটাতার
এক পাখি উড়ে গেলে এক-বন-বৃক্ষে
ফলের চোখে তাকিয়ে থাকে ফলেরই লোভ
ও হে পাখি,
তোমার সীমানা থেকে যায় কি দেখা বিধাতার চোখ
মন থেকে বারবার ঝরে গেলে মন
তাহাকে যায় না দেয়া ফসলের দোষ
এক পাখি একবার-ই ভুলেছিল শপথের লোভ
কোঠরে জমানো ক্ষুধা
আকাশ ছুঁতে চায় জিভের ডগা
যতবার বলি,
তুমি কি কখনও পাখি মেনেছিলে পোষ
শরীর উগড়ে দেয় শরীরের ছায়া
ব্যথা উপশমকারী মাংসের ক্ষুধা
অসংখ্য মৃত জোঁক
অরণ্য
ঢাকা, বাংলাদেশ
২১.০৯.১৩