কী শান্ত ধীর পায়ে হেঁটে রহমতের মাস চলে যায় ঐ,
যায় চলে রমজান দিয়ে ঈদ আনন্দ হইচই,
দীর্ঘশ্বাসের লহর বুকে
তারে কাছে রাখতে, দাঁড়াতে পারবো না রুখে।
সে যায় আপন মহিমায়, সে যায় হাজার মুমিন কাঁদিয়ে
যে যায় রহমত মাগফেরাত, নাযাত আর শত পূণ্য দিয়ে,
দ্রুত চুপচাপ নিরবে তার প্রস্থান
রবের মনোনীত সে নিয়ামতের সুলতান।
আবার পাবো কিনা ফিরে তারে কাছে কে জানে
রব দিলে হায়াতে তাইয়িবা দান,
ফের ভাসবো তার নিয়ামতের বানে
তার অপেক্ষায় রাখবো সাজিয়ে হৃদয় ময়দান।
মাহে রমজান তো রবের রহমতে পূর্ণ
নেক দিলে করলে পালন শত পাপরাশি চূর্ণ,
রমজান বৃক্ষে ফুটে ফুল পুণ্যি, ফল তার ঈদ,
সেতো রবের দয়া....সে সুখানন্দে ভরে দেয় হৃদ।
চলে যায় সে আমাদের ছেড়ে, ফিরে আসবে বলে আবার,
খুব আশা রাখি, নেক হায়াত পেলে তার কাছে ফিরে যাবার,
শয়তানটা তো ছিল বন্দি
সেকী তোড়জোড় তার বাইরে বেরোনোর ফন্দি।
রমজান সে এসেছিল, পাপ ক্ষমা করিয়ে নেয়ার জন্য
পাপ করেছেন মাফ কী রব! কতটুকু পুণ্যিতে হয়েছি ধন্য,
কতটুকু পেরেছি নিজকে করতে শুদ্ধতায় পূর্ণ,
জানতে ইচ্ছে হয়, পাপগুলো রবের দয়ার বলে হলো কী না চূর্ণ!
সে চলে যায়, রয়ে যায় আফসোস মনে
সুযোগ হারিয়ে না যেন কাঁদি বসে নির্জনে,
অপেক্ষায় রইলাম ও রহমতের মাস, আসিস ফিরে আমাদের মাঝে,
রবের ক্ষমা যেন পাই, সে আকাঙ্খা সাজিয়ে রাখি বুকের ভাঁজে।
©কাজী ফাতেমা ছবি
১০-০৪-২০২৪