ব্লগ নিয়ে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল।
মাঝে মাঝে ব্লগে দেখি যে বিভিন্ন নিকের যে মাল্টিনিক আছে সেটা নিয়ে কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন হল, কোন আইডি যে মাল্টি নিক এটা কি ব্লগ কর্তৃপক্ষ কোনভাবে আইডেন্টিফাই করতে পারে আইপি এড্রেস বা অন্য কোন কিছু ট্র্যাক করে? যদি ব্লগার নিজে থেকে কিছু না বলে বা নিজের ভুলে পরিচয় প্রকাশ না পায়, তাহলে কি কোনভাবে বোঝার সম্ভাবনা আছে যে কোন আইডি মাল্টিনিক কি না? অথবা সিঙ্গেল নিক হলে আইডির পিছনের মানুষটা কে সেটা কি ট্র্যাক করা সম্ভব?
বর্তমান এই যুগে যেহেতু নিজের মত বা বিশ্বাস প্রকাশ করলেও অনেকের রোষের শিকার হবার সম্ভাবনা অনেক অনেক বেশি, মানুষ যেহেতু বিপরীত মত ও পথ সহ্য করতে পারে না, তাই মাল্টিনিকের এই প্রশ্নটা বর্তমান জামানায় খুবই যৌক্তিক।
কেউ আমার প্রশ্নের উওর দিলে বাধিত হব। জাস্ট জানার জন্য এই পোস্ট।
ধন্যবাদ।