কয়েক মাস আগে ব্লগে 'চায়না সিরিজ' নামে একটা সিরিজ করেছিলাম। আমার মনে হয়েছিল ব্লগের অনেকেই সিরিজটা আগ্রহ নিয়ে পড়েছিল।
এবার ব্লগে ইন্দোনেশিয়া নিয়ে একটা সিরিজ করতে চাই। নিজের ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতা আর সেই দেশের মানুষ ও কৃষ্টি-কালচার নিয়ে বিশদ লিখতে চাই। তবে পুরো লেখাটাই হবে ব্যাক্তিকেন্দ্রিক, মানে আমার নিজের চোখে দেখা ও সেটার নিজস্ব অনুধাবন।
প্রায় ২০ থেকে ২৫ পর্বের একটা সিরিজ হবে।
হয়ত, ছাড়াছাড়া ভাবে একটা দুইটা লেখা ব্লগে ও অন্য কোথাও প্রকাশ করেছি (মূল লেখার ১০% বা আরো কম)। তবে এবার আমার ভ্রমণের টাইম-লাইন মেনে পুরো লেখাটা সিরিজ হিসাবে ব্লগে দিতে চাই। সেই কারণে, ১০% লেখার পুণরাবৃত্তি হতে পারে।
আরো একটা কথা। এই সিরিজটা কোন অবস্থাতেই 'কাপল-ভ্লগ' হবে না। আমার উদ্দেশ্য থাকবে ইন্দোনেশিয়ার সম্পর্কে বিস্তারিত তুলে ধরা। এর প্রয়োজনে যতটুকু নিজের কথা আসে ঠিক ততটুকুই থাকবে।
ব্লগাররা কি আগ্রহী, এমন সিরিজ পড়তে? আগ্রহী হলে প্রতি সপ্তাহে একটা করে পর্ব দিব।
ধন্যবাদ।