মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরের আহ্বানে সাড়া দিয়ে ইসলামী ব্যাংক বাগেরহাট শাখা থেকে নিজেদের হিসাব প্রত্যাহার করে নিয়েছেন দুজন গ্রাহক।
তাঁরা হলেন, বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক পিয়ারা আক্তার এবং বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট এলাকার বাসিন্দা আইনজীবী সরদার ইলিয়াস হোসেন।
পিয়ারা বেগম বলেন, শাহবাগের আন্দোলনরত তরুণ প্রজন্ম আহ্বান জানিয়েছে জামায়াত-শিবিরের নিয়ন্ত্রণে থাকা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। তাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি আজ সোমবার ইসলামী ব্যাংক বাগেরহাট শাখা থেকে তার ১০ বছর মেয়াদি ৫৯৩৬ নম্বর ডিপোজিট হিসাবটি প্রত্যাহার করে নিয়েছেন।
একই কথা বলেছেন আইনজীবী সরদার ইলিয়াস হোসেন। তিনি গতকাল রোববার ওই ব্যাংকে তাঁর সঞ্চয়ী হিসাবটি (নম্বর ১৭১৪৩) প্রত্যাহার করেছেন বলে জানান।
হিসাব তুলে নিয়ে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন কি না জানতে চাইলে বলেন, এটা আদর্শিক প্রশ্ন। লাভক্ষতি হিসাবের সময় না। তাঁরা সবাইকে তরুণ প্রজন্মের সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানান।
গত মঙ্গলবার সন্ধ্যা থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। আন্দোলনের সাত দিনেও ক্লান্তি নেই তাঁদের। স্লোগানে আর আন্দোলনে মুখরিত ও উত্তাল শাহবাগ। আন্দোলনে জামায়াত-শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
Click This Link