PCL শুরু হবার পর মনে হল এইবার হ্য়ত IPL না দেখে বাংলাদেশিরা PCL এর খেলা দেখবে। ওরে বাবা ওইটা তো চিন্তা করাটাই মহা পাপ হয়ে গেছে। যারেই জিজ্ঞেস করি (২-১ জন ছারা) সেই বলে ওই খেলার খবর কে জানে!!! কয়েকজন দেখে বলে, ভাই খেলা সম্প্রচার হইতেছে ATN Bangla -এ (এটা তো তাদের দোষ না। অইটাত খেলার CHANNEL না, খেলা যে দেখাইছে এটাই বেশি) কারো চেহারাই বোঝা যায় না। আর ধারাভাষ্যের তো খুবই ভাল অবস্থা। যাকে বলে অতিব সুন্দর।
আচ্ছা নাহয় মানলাম ১বার। ওইটা হয়ত "ঘরের ভেতরের ঘরের" খেলা। তাই অনেক ভুল হইছে। এইবার কি হবে গো? এবর "ঘরের খেলা" মানে NCL T20 কিভাবে দেখব? মানুষ কি এবার খেলা দেখবে? BCB কি পারবে এইবার ও কি মানসম্মত কিছু পাব? আমাদের দেশে কি ১টা SPORTS CHANNEL হতে পারে না? SPORTS CHANNEL ছারা অন্যসব CHANNEL -এ নাটক, সিনেমা বানালে দেখা যায়। কারন খেলা দেখানর জন্য যে EQUIPMENT দরকার তাতো ওদের নাই।
আবার তারা (আমি এবং কিছু মানুষ ছারা ওনারা) যদি NCL বাদ দিয়া IPL দেখে আমদের কিন্তু দোষ দেয়া যাবে না।
যাই হোক এত পাচ্যাল না পারি। আমি আমার কাজ চালাই যাই। ব্যাক্তিগত ভাবে আমি "Barisal Blazers" -এর supporter.

Click This Link কার join করার ইচ্ছাকে আমি সাগতম জানাই।
