

আজব দেশ বাংলাদেশে প্রায় ভিক্ষুকের ভিক্ষা ছিনতাইয়ের ঘটনা ঘটে।বেশ কয়েকমাস আগে চট্রগ্রামে এক ভিক্ষুকের ছিনতাই হয়।ভিক্ষুকের ভিক্ষা ছিনতাইয়ের সূত্র ধরে কয়েকটি পোস্ট এসেছিল ব্লগে।কেউ এটা নিয়ে ব্যাঙ্গ করে ফিচার লিখেছে আবার কেউ এমন দাবী করে পোস্ট দিয়েছে যে ভিক্ষুকের ভিক্ষা ছিনতাই করেছে বিরোধীদলের কর্মীরা।ভিক্ষুকের ভিক্ষা ছিনতাইয়ের সূত্র ধরে সবশেষ পুরা ৫তারা মার্কা একটি পোস্ট দিয়েছেন অন্যতম প্রিয় ব্লগার খেয়ালীমন(আমার ব্লগে ব্লগিং করেন)।রাজনীতি থেকে অর্থনীতির ভিক্ষুকদের উনি ডিসুম ডিসুম স্টাইলে দৌড়ায়া দৌড়ায়া মেরেছেন।আমারও ইচ্ছা হইল ভিক্ষা নিয়ে কিছু লিখি।কিন্তু খেয়ালীমন উনার পোস্টে দেশ ,অর্থনীতি ,রাজনীতি ,সমাজ নিয়ে সব নিয়া লিখে ফেলেছেন।অনেক খুইজা এনালগ হইবার দশা হইতাছি দেইখা বান্দরনী দ্যা গ্রেট খালাত ভইনটা কইল আরে গাধা তোগো ব্লগে কি ভিক্ষুকের অভাব আছে? ভাইবা দেখলাম খালাত ভইনটা বান্দরনী হইলেও ব্যাপক জ্ঞান রাখে।যাক খালাত ভইনের কথা আর বেশী কইলাম না পরে লুলুর দল আবার কইব ফডুক দেখাইতে

ডিজিটাল ভিক্ষুক
নিজের একটা ওয়েব সাইট খুলে ব্লগে রেজিঃ করে প্রতিদিন নিজের ব্লগে ভিজিট করার আমন্ত্রন জানিয়ে পোস্ট দিবে।এগোরে পাবলিক এত দৌড়ানি দেয় তবুও এগো শান্তি হয়না।আবার কেউ কেউ আছে নিজ প্রতিষ্টানের নামে খালি প্যাচাল করবু।উদাহরণ চান,তাইলে ডেসটিনি ভুদাইডার কথা কারুরে জিগান।
ডিকশনারী ভিক্ষুক ।
ব্লগে
এক জাতীয় কবি
আছে তারা যে শব্দগুলো বেশী প্রচলিত সে শব্দগুলো দিয়ে শব্দের খেলা করে কবিতা লিখেনা।এরা বাংলা ডিকশনারী দেখে যে শব্দগুলো অপ্রচলিত সে শব্দগুলো একটার পর একটা বসিয়ে দিয়ে একটা কবিতা ডেলিভারী দিয়ে দেয়।এরা যেদিন কবিতা পোস্ট করবে অন্যের পোস্টে কমেন্ট করে।এবং যতদিন নুতুন কিছু পোস্ট না করে ততদিন লগইন করে দেখে কেউ কমেন্ট করেছে কিনা ।করলে উওর দেয় না হয় চুপ করে বসে থাকে আরো কমেন্টের আশায়।এই কবিরা আবার কবিগো পুস্ট ছাড়া কিছু জানেনা।এদের শুভ কামনার ঢং হইতাছে ,এমতে থাকুন,ওমতে থাকুন,তেমতে থাকুন

কোকিলীয় ভিক্ষুক
এরা চরম বাটপার টাইপের ভিক্ষুক।এরা আপনার ব্লগে এসে ঘুরে যাবে।মানে আপনারে কইয়া যাইব আমি তোমার বাড়িতে ঘুইরা গেছি তুমি আমার বাড়িতে আইস।হের বাড়িতে গিয়ে একবার কমেন্ট করছেন তো মরছেন।খালি প্যাছাইব যেন আপনি কমেন্টের পর কমেন্ট করতে থাকেন।
রেসিডেন্ট ভিক্ষুক
কিছু কিছু নাম আছে সব ব্লগেই পরিচিত।এরা বেশ নামীদামী ব্লগার।অন্যের পোস্টে যান ।পইড়া মুচকি হাইসা চইলা আসে।কমেন্ট করাতো দুরে থাক একটা ক্লিক মাইরা মাইনাস দিতেও হেগো কষ্ট হয়।তাগো এমন আচরনে হেগো পোস্টে পাবলিক এখন তেমন যায়না।তারা এহন বুঝতে পারছে তাগোরে আগের মত মুলায় না ম্যংগো ব্লগার রা তাই হেরা এহন অন্যের পোস্টে কমেন্ট করে নিজের পোস্টে কমেন্ট পাওয়ার আশায়।
মাছ ভিক্ষুক
মাচ পইচা গেলে যেমন গন্ধ ছড়ায় এই এই শ্রেনীটাও তেমন।কারু পুস্টে কমেন্ট কালে ভদ্রে করে ।আর হেগো ব্লগে করলে কুনু কথা নায় সোজা ব্লক মাইরা দিব ।আশার কথা এই শ্রেনীর ৪-৫টা ভিক্ষুক ব্লগে আছে অবশ্য নিন্দুকেরা কয় ৪-৫টায় নাকি একজনের।আমি কিছু কইনাই।
রাজনীতি নিয়া ক্যাচলাইতে ক্যাচলাইতে একটু স্বাদ বদলের আশা করতাছি।তাই আগডুম বাগডুমপোস্ট দিমু কয়েকদিন।

সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৪১