নিচের ঘটনাটা "বুয়েটে আড়িপেতে শোনা" ফেসবুক গ্রুপ থেকে নেয়া। আমার এক চাইনিজ বন্ধুও একবার আমাকে বলেছিল - "All of you Bangladeshi people look same. I cannot differentiate!"
জিপিতে কর্মরত এক বড়ভাই-ভাবীর (দুইজনেই বুয়েটিয়ান) সাথে কথা হচ্ছে। প্রসংগ চাইনীজ ভিসা।
জিপির অন্যতম সাপ্লাইয়ার চাইনীজ কোম্পানী হুওয়াই, তাদের কাজে অনেককেই মাঝে মাঝে চায়নায় যেতে হয়। ভিসার যাবতীয় ফর্মালিটি হুওয়াই এর লোকেরাই সেরে থাকে। শুধু একদিন এম্ব্যাসীতে যেয়ে চেহারা দেখিয়ে আসতে হয় উনাদেরকে।
তো সেইবার ভাইয়াদের খুব একটা ইচ্ছা নেই চায়না যাবার, তাই হুওয়াইয়ের লোকদেরকে বললেন যে এম্ব্যাসীতে যেতে পারবেননা, ভিসা না দিলে না দিক। কয়েকদিন পর ঠিকই ভিসা সহ পাসপোর্ট এসে হাজির। উনারাতো অবাক, জিজ্ঞেস করলেন, "এতবার যে বললা এম্ব্যাসীতে যেতেই হবে, না গেলে ভিসা দিবে না, তাহলে ভিসা দিল কিভাবে?"
"তোমার মত দেখতে কাছাকাছি এরকম একজনকে দেখিয়ে নিয়ে এসেছি। তোমাদের কাছে যেমন সব চাইনিজদের একরকম লাগে, আমাদের কাছেও সেরকমই", ওদের নির্বিকার জবাব
