তোমার তর্জনী আর আমার মুঠো
এক পা, দুই পা করে আমার ভীত পথচলা,
তোমার সাম্যবাদ, তোমার বজ্রকন্ঠ লেখনী,
আরও কত ঝাপসা স্মৃতি,
আর কিছুদিন কি থেকে গেলে হতনা?
তুমি তো থেমে আছো বিয়াল্লিশে,
কিন্তু পৃথিবী সূর্যকে একবার করে প্রদক্ষিণ করছে,
আর আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি তোমার দিকে।
ভাল থেকো, বাবা।