এসএ গেমসের ১১তম আসরে বৃহস্পতিবার বাংলাদেশের জন্য পঞ্চম স্বর্ণ বয়ে এনেছে গলফ দল। প্রথমবারের মতো যুক্ত হওয়া এই ডিসিপ্লিনে জামাল হোসেনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ১০ স্ট্রোক কম খেলে স্বর্ণ জয় করে। ভারত রৌপ্য এবং শ্রীলঙ্কা ব্রোঞ্জ জিতেছে। এদিকে, হ্যান্ডবলের সেমিফাইনালে ভারতের কাছে ৪১-২৯ গোলে হেরে বাংলাদেশ ছিটকে গেছে স্বর্ণজয়ের লড়াই থেকে।
প্রথমবারের মতো গলফের অন্তর্ভুক্তি গলফারদের জন্য আনন্দের উপলক্ষ এনে দেয়। অ্যামেচার গলফারদের অংশগ্রহণে এই ডিসিপ্লিনের প্রথম স্বর্ণ জয় করেছে স্বাগতিকরা।
জামাল হোসেন, দুলাল হোসেন, শাখাওয়াত সোহেল আর জাকিরুজ্জামানের সমন্বয়ে গড়া বাংলাদেশ ১০ স্ট্রোক কম খেলে সর্বোচ্চ ৪২২ স্কোর তুলে।
আর বাংলাদেশের চেয়ে ৪টি অতিরিক্ত স্ট্রোকসহ ৪৩৫ স্কোর নিয়ে ভারত রৌপ্য এবং ১৫টি অতিরিক্ত স্ট্রোক খেলে ৪৪৭ স্কোর নিয়ে লঙ্কানরা জিতে নেয় ব্রোঞ্জ।
গলফের দলগত ইভেন্টে স্বর্ণ জয়ের পর ব্যক্তিগত ইভেন্টেও স্বর্ণ জয়ের সম্ভাবনা জোরালো হয়েছে স্বাগতিকদের।
জামাল হোসেন ৭ স্ট্রোক কম খেলে এগিয়ে আছেন। দুলাল হোসেন ২ স্ট্রোক কম খেলে রৌপ্য পদকের অন্যতম দাবিদার। তবে ব্রোঞ্জ পদক নিয়ে হাড্ডা-হাড্ডি লড়াই হবে বাংলাদেশের সাখাওয়াত সোহেল ও ভারতের আসবির সিংয়ের মধ্যে।
ব্যক্তিগত ইভেন্টে পদক নিস্পত্তি হবে মোট চার দিনের খেলা শেষে। গত দুই দিনের স্কোরের সঙ্গে যুক্ত হবে বাকি দুই দিনের স্কোর।
তথ্যসূত্রঃ