কিন্তু ফিরে আসে না আমার হারিয়ে যাওয়া প্রিয় মমতাময়ী মা
মা,
ভালো আছো তুমি?
কতদিন তোমায় দেখিনা....
কিভাবে দেখবো?
তুমি যে খোলা আকাশে রুকে ঠাই করে নিয়েছো এক নক্ষত্র হিসাবে...
আমার হৃদয়টা কি মা এতো ছোট মনে হলো যে সব ছাড়াই আকাশের বুকে ঠাই করে নিতে হবে?
মা তুমি শিখিয়েছিলে ভালোবাসা দিয়ে সব জয় করা যায়....
মা,
আমি পারিনি, মা....
আমি তোমাকে জয় করতে পারিনি......
পারলে হয়তো আমার ভালোবাসার অটুট শক্তিশালী বন্ধন ছিড়ে তুমি যেতে পারতে না.......
মা.....
কেনো এমন হলো?
আকাশের নক্ষত্র হয়ে তুমি সুখে থেকো.....
মা শুধু একটি বার দেখা দিয়ে যাও...
মা.....
আমি আজো খুঁজে ফিরি
ঐ লক্ষ কোটি ধ্রুব তারার মাঝে....
আজো উঠে ঐ দূর নীল আকাশে ধ্রুব তারাটি......
শুধু তুমি আমাদের মাঝে নেই ।
মা...
কেনো তুমি আমাকে ফাকি দিয়ে চলে গেছো?
মা... কি অপরাধ ছিলো আমার? বলো মা....
মা, তুমি চিরদিন অম্লান হয়ে থাকবে আমার হৃদয়ে
....ভালো থেকো মা....
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০০৭ দুপুর ১:২৭