হাসপাতালে বিমর্ষ পরিবারের পাশে অসহায় একজন ক্যান্সার আক্রান্ত রোগীর ছবি এটা।
ফুলের মত পবিত্র ফুটফুটে চার সন্তান আর জীবন সঙ্গিনীর এই পরম সান্নিধ্য তাকে নতুন করে বেঁচে ওঠার তাগিদ দিচ্ছে।
দৈনিক সংগ্রামের ফটো সাংবাদিক নবীউল হাসান হাসপাতালে কাতরাচ্ছেন।
ইতোমধ্যে পরপর দু’বার ব্রেইন টিউমার অপারেশন হয়েছে। গত ১৫ ফেব্র“য়ারী মহাখালীর মেট্রোপর্লিটন হাসপাতালে ভর্তি করা হয়। ডা. কনক কান্তি বডুয়া ১৮ ফেব্র“য়ারী ব্রেইনে প্রথম অপারেশন করেন। রক্তক্ষরনের কারনে পরদিন আবারো অপারেশন হয়। ২৬ ফেব্র“য়ারী পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন। সে দিনই তাকে কেবিনে দেয়া হয়। এর আগেই তার ব্রেইনে ক্যান্সার ধরা পড়ে। গত ৮ মার্চ সোমবার মেট্রোপলিটন হাসপাতাল থেকে রিলিজ দেয় ডাক্তাররা। বর্তমানে তিনি মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ টাকা।
এই ব্যায়ভার তার পরিবারের পক্ষে বহন করার সামর্থ নেই বলে ব্লগের হৃদয়বান ভাই-বোনদের কাছে সহযোগিতা কামনা করছি।
আপনাদের সহযোগিতায় ইতোমধ্যেই অনেক পরিবারের মাঝে হাসি ফিরে এসেছে। আমারা কি পারি না তরুন ফটো সাংবাদিক নবীউল হাসানকে আবার তার পরিবারের মাঝে ফিরে আসার পথ করে দিতে ?
নবীউল হাসানের চিকিৎসায় সহয়তা করতে চাইলে সাহায্য পাঠাতে পারেন এই ঠিকানায়
নবীউল হাসান চিকিৎসা তহবিল
হিসাব নম্বর- ১১২০৬।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, পল্টন।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪১