মূল বিষয় থেকে সরে গিয়ে সকাল কাটায় আমার দৈনন্দিন রুটিন;
অলস দুপুর ক্লান্ত হয়ে অবশেষে ঘুমিয়ে পড়ে পরিচ্ছন্ন বিকেলের গায়ে;এখানেও আছে মহাকালের সেই অসমাপ্ত ইতিকথা।
দিনের শেষে শুরু হয় নতুন দিন-প্রজন্ম শেষে প্রজন্ম;
সবকিছুই ঠিকঠাক বিলীন হয়না কিছুই;শুধু অমীমাংসিত থেকে যায়
ঘটনার তীর্থস্থান।
ভুল চিন্তা থেকে ভুল চিন্তা তারপর ভুল চিন্তা;ক্রমাগত আমাকে অন্ধকারে ধাবিত করে;অপবিত্র মনে হয় পৃথিবীর সব ধর্ম-কর্ম।
এত খুঁজি কোথাও নির্জনতা নেই;
যেনো কাক এসে নিয়ে গেছে পৃথিবীর সমস্ত নির্জনতা।