সব আশঙ্কা এবং ভয়কে জয় করে অ্যাপল প্রধান স্টিভ জবস আবার হাজির হলেন ক্রেতা-গ্রাহক, শুভানুধ্যায়ী ও ভক্তদের সামনে। এক বছর আগে ক্যান্সার ধরা পরার পর এই প্রথম স্টিভ জবস জনসমক্ষে কোনো অনুষ্ঠানে হাজির হলেন। খবর বিবিসি অনলাইনের।
৯ সেপ্টেম্বর স্যান ফ্রানসিসকোয় অ্যাপল শো’তে সব গুজবে পানি ঢেলে স্টিভ জবস স্টেজে প্রবেশ করেন এবং আত্মবিশ্বাসের সঙ্গেই হাসিমুখে দর্শকদের জানান, ‘আমি এখনও দাঁড়িয়ে আছি এবং আমি ফিরে এসেছি।’
হল ভর্তি দর্শক এ সময় তুমূল করতালিতে ফেটে পড়ে এবং সবাই দাঁড়িয়ে তাকে স্বাগত জানায়।
উল্লেখ্য, সিলিকন ভ্যালির অনেক রথী-মহারথীর তুলনায় আত্মপ্রচারবিমুখ স্টিভ জবস তার ব্যক্তি জীবন সবসময়ই আড়ালে রেখেছেন। স্বভাবসুলভ ভাবেই তিনি এ অনুষ্ঠানেও নিজের চিকিৎসা বিষয়ে খুব সংক্ষেপে দর্শকদের জানান।
সাধারণত যে সাদামাটা পোষাকে স্টিভ জবস প্রেস কনফারেন্স এবং প্রডাক্ট লঞ্চিংয়ে হাজির হন, সেই একরকম পোষাক অর্থাৎ কালো টার্টল নেক টি শার্ট এবং ব্লু জিন্স পরে তিনি মঞ্চে আসেন। তবে এদিন তাকে আগের তুলনায় খানিকটা হালকা-পাতলা দেখাচ্ছিলো।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৯ তারিখের ইভেন্টে স্টিভ জবস হাজির হওয়ার পর সে গুজবের অবসান হলো। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান পাইপার জেফরি অ্যান্ড কোম্পানির সিনিয়র অ্যানালিস্ট জিন মুনস্টার মন্তব্য করেন, ‘আজকের গোটা দিনটিই যেন স্টিভ জবস’কে ঘিরে আবর্তিত হয়েছে।’
মুনস্টার আরো বলেন, ‘ক্রেতা ও বিনিয়োগকারীরা স্টিভ জবসকে খুবই পছন্দ করেন এবং আজকের ইভেন্টে জবসের উপস্থিতির অর্থ হলো- তিনি পূর্ণ নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি এখন অ্যাপলে কার্যকরভাবেই আছেন।’
তবে, এ ইভেন্টে জবস তার স্বাস্থ্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনাই করেন। এর পরপরই তিনি চলে যান কাজের কথায়।
জানা গেছে, এই ইভেন্টে অ্যাপল তার বিল্টইন ভিডিও ক্যামেরা, এফএম রেডিও এবং ভয়েস রেকর্ডারসহ নতুন আইপড ন্যানো বাজারে ছাড়ার ঘোষণা দেয়। এর দাম পড়বে ১৪৯ থেকে ১৭৯ ডলার পর্যন্ত।
উল্লেখ্য, নতুন ন্যানোর পাশাপাশি অ্যাপল তার যে সব আইপড বাজারে চলছে সেগুলোর দাম কমায় এবং নতুন ৩২ গিগা বাইট ও ৬৪ গিগা বাইটের নতুন দুটি আইপডের ঘোষণা দেয়।
তবে, অনেকেই এ শোতে বহুল আলোচিত এবং প্রতীক্ষিত অ্যাপল ট্যাবলেট কম্পিউটারের ঘোষণা পাবার আশা করেছিলেন। আশা করা যাচ্ছে, আগামী ছয় মাসের মধ্যেই অ্যাপল ট্যাবলেট বাজারে আসার ঘোষণা পাওয়া যাবে।