দেশে আরও ১৩ জন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে এ রোগে চিহ্নিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭।
শুরুতে বিদেশ থেকে আসা লোকজনের মধ্যে ধরা পড়লেও এইচ-১এন-১ নামের এ ভাইরাসবাহী হিসেবে নতুন চিহ্নিতরা বেশিরভাগই স্থানীয় মানুষ। তাদের মাধ্যমে জীবাণুটি আরো ছড়িয়ে পারতে পারে বলে সাবধান করে দিয়েছেন একজন বিশেষজ্ঞ।
রোগতত্ত্ব, রোগ গবেষণা ও নিয়ন্ত্রণ ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আরও ১৩ জন সোয়াইন ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত করেছি। তারা ঢাকা ও ঢাকার বাইরে রয়েছেন। তবে তেমন গুরুতর না হওয়ায় একজন ছাড়া সবাইকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।"
আইইডিসিআর পরিচালক জানান, নতুন আক্রান্তদের বেশিরভাগ দেশেই বসবাস করেন। তাদের মধ্যে কেবল একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে রাখা হয়েছে।
অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, "প্রথম দিকে আমরা যেসব রোগী পেয়েছি, তাদের মধ্যে বিদেশ থেকে আসা রোগীর সংখ্যা বেশি ছিল। তবে এখন আক্রান্তদের মধ্যে দেশে অবস্থানকারী রোগীর সংখ্যাই বেশি।"
আত্মীয়-স্বজন বা পরিচিতদের মাধ্যমে তাদের কাছে রোগটি ছড়িয়েছে বলে তার ধারণা।
এক্ষেত্রে এরকম রোগী আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, "অনেক ক্ষেত্রেই কারও মধ্যে রোগটি ধরা পড়ার আগেই তা আরো কয়েকজনের মধ্যে ছড়িয়ে পড়ে।"
তবে দেশে এখনো সোয়াইন ফ্লু আতঙ্কজনক বা মহামারী পর্যায়ে পৌঁছায়নি বলে মন্তব্য করেন তিনি।
গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ-১এন-১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
যত্রতত্র কফ, থুথু না ফেলা ও বিশেষ করে হাঁচি-কাশির পর সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেণ্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে আগামী কয়েক মাসে সোয়াইন ফ্লু বিশ্বজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, এ সময় আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও বাড়বে।
প্রতিবেশী ভারতে এ রোগে এখন পর্যন্ত ২৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বে মৃতের সংখ্যা প্রায় দেড় হাজার। তবে বাংলাদেশে এখনো কেউ মারা যায়নি।
সোয়াইন ফ্লু'র কারণে সতর্কতা হিসেবে রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কলাসটিকা ও সানবীম স্কুল শনিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।