দেশ আজ ক্রান্তিকালে চলিতেছে। শিশুরা আজ ক্ষুধার্থ। আগে উহাদের মুখে অন্ন দাও, অত:পর নিজেকে লইয়া ভাবিও!
দেশ আজ ক্রান্তিকালে চলিয়াছে, বিডিআর আর্মি ভায়েরা মারামারি করিয়াছে। তোমরা উহাদের কাহাকেও ভুল বুঝিও না। কেননা উহারা তোমাদিগরই রক্ত, তোমাদিগের ভাই!
আজন্ম লীগ আর দলের ছায়াতলে থাকিবার চিন্তা বাদ দাও। পারত নিজ মতকে বড় ধরিয়া নিজেই কিছু একটা করিও! আ।লী।, বিএনপি, জামায়াত, জাতীয়পার্টি---সবই সুবিধাবাদী অসৎ দল। উহাদিগের সাথে নিজেকে মিলাইও না।
আবারও বলিতেছি, দেশ আজ ক্রান্তিকালে, অসৎ মানুষকে চিনিয়া রাখিও! বড় কিছু প্রাপ্তির দাড়প্রান্তে থাকিয়া যারা ভাব দেখায় তাদের আর পাবার কিছুই নাই, তাহারাই ভন্ড। প্রয়োজন ছাড়া যারা ভাল মানুষ হইতে উদ্যত হয় তাহারাই ভন্ড! অসৎ, ভন্ডদের থেকে দুরে থাকিও।
মনডা খারাপ!
১. ০৫ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৬ ০
পিলখানা ট্র্যাজেডির রাজনীতিকায়ন কাম্য নয় , সরকার আর বিরোধীদলের উচিত কাদা ছোড়াঁছুড়ি বন্ধ করা
Click This Link