মোটর বাইক কিনব তা জানেন নিশ্চয়। এবছরের শেষের দিকে কিনব ভেবেছিলাম। কিন্তু একি! বজ্রপাতের মত আমাদের অর্থমন্ত্রী মাল মুহিত কি করলেন! মোটরবাইকের ট্যাক্স এক লাফে ৩০% থেকে ৪৫% করে দিলেন!
আমার হাঙ্ক কেনা ত দুঃসাধ্য হয়ে গেল

ক্ষীণ আশা ছিল আজকের বাজেটের সময় যে উনি বুঝবেন মোটরসাইকেল কোন বিলাস দ্রব্য নয়। সবারই অতি প্রয়োজনীয় ব্যক্তিগত পরিবহন। তাছাড়া দেশীয় ওয়ালটনের কোয়ালিটি বর্তমানে ওদের সাথে প্রতিযোগীতা করার মত বলে মনে করিনা। ভবিষ্যতে ভাল হোক তাই আশা করি। তাছাড়া তাদের ১৫০সিসির কোন বাইক নাই।
কিন্তু উনি বুঝলেননা হায়!! কোন বিবেচনায় ১৫% ট্যারিফ বাড়ালেন তা জানি না।
ক্ষয়ক্ষতিঃ
পূর্বাবস্থা----
হিসেব করে দেখলাম যে ৭০,০০০ টাকার বাইক আগে বিক্রি হত ১,৭৪,০০০ টাকায়।
(পালসার এবং হাঙ্ক দুটোই)
বিশ্লেষন ৭০,০০০রুপি * ১.৬(টাকা ফ্যাক্টর) = ১,১২,০০০ টাকা + ৩৩,৬০০ (৩০% ট্যারিফ) = ১,৪৫,৬০০ বাকিটা কোম্পানীর খরচ+ আয় = প্রায় ২৮,৫০০ টাকা
বর্তমানে দাম হবে----
৭০০০রুপি * ১.৬ = ১,১২,০০০ টাকা + ৫০,৪০০(৪৫% ট্যারিফ) = ১,৬২,৪০০ টাকা। সাথে যোগ হবে প্রায় ৩৫,০০০ টাকা মোট প্রায় ১,৯৫,০০০ - ২,০০০,০০ টাকা দাম পড়বে।
অন্যদিকে রেজিস্ট্রেশন খরচ বাড়বে আগে ১৫-১৭ হাজার টাকা লাগত। এবার আরও বাড়লে চিন্তাকরে দেখুন আপনার বাইকের দাম মোট কত পড়ে।
ভাবছি চোরা বাইকই চালাতে হবে।
শালার মাল মুহিতরে পেলে টাকটা ফাটায়া দিতাম।

আপনার কিছু বলার থাকলে বলেন

সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১১ রাত ২:১২