আমারটা দিয়া শুরু করি, সম্ভবত ক্লাস এইট বা নাইনে থাকতে এক বন্ধু বলল স্কুলের সামনে লাইব্রেরীতে যাবে মায়ের জন্য গল্পের বই কিনতে (মা!!)।
ভেবেছিলাম আরও বড়দের কোন বই। গিয়া দেখি সে কিনলো "দীঘির দানো"। প্রচ্ছদ দেখে ভাল লাগল। ত তার কাছ থেকে চেয়ে নিলাম "উল্কিরহস্য"- এটাই আমার প্রথম আর "দীঘির দানো" ২য় পড়া বই এর মর্যাদা পেয়েছে ।
তারপর যা হয় আরকি, সবার গল্পই এক, নতুন বইকেনা, পুরানগুলি খোঁজা, গরুখোঁজা কখনো মাটিখুঁড়ে বের করা । বাবার পকেট তছরুপ, বাজারের সেভিং, কি করিনাই! আর টেক্সটবুকের ভিতরে লুকিয়ে পড়া তআছেই (ভাগ্যিস বইয়ের সাইজ ছোট )
আপনার প্রথম বইটার কথা দুলাইনে বলুন না। আজ অন্তত একবার মনে করুন শৈশবের বন্ধুদের কথা। তিন গোয়েন্দার মুভি দেখুন
টেকটিউনসে আবার কয়েকটা বইয়ের লিংক দিয়েছে একজন... পোষ্টটা দ্যাখেন
আইরিন সুলতানার তিন গোয়েন্দা নিয়ে অসাধারন নষ্টালজিক পোষ্ট দেখুন---
বেলা-অবেলায় গোয়েন্দাবেলা
---------------------------------
আরাধ্য বলেছেন: জিনার সেই দ্বীপ
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:১১