প্রিয় তামীম ইকবাল । আমি এক সামাণ্য ক্রিকেট ফ্যান । শুধু বাংলাদেশের খেলার জন্যেই আমার পাগলামী । তোমাদের খারাপ সময়ে যেমন দিয়েছিলাম অকুন্ঠ সমর্থণ ঠিক সাফল্যেও ছিল উচ্ছাস । গতকালকে কোন এক ফ্যানকে তোমার দেয়া গালী দেখে আমি বিস্মিত হয়েছি । একটা মানুষ কয় বার ভুল করে ? একটা কবিতা আছে, "শুদ্ধ করে ভুল করে যে সেটাই আসল ভুল, জেনে শুনে মৌচাকে হাত সেটাই আসল হুল" তামীম তুমি আগে আশরাফুল এর সাথে বেয়াদবি করেছিলে, তুমি প্লেয়ার পিটিয়েছিলে লিগের খেলায় । গত বি পি এল এ চট্টগ্রাম কিংস এর কোচডিন জোন্সের সাথেও উদ্ধত আচরণ করেছিলে !!! তুমি কাল যে গালি দিয়েছ তা তোমার মত সেলিব্রেটির মুখে বড্ড বেমানান । তুমি সেলিব্রেটি প্লেয়ার তুমি চেষ্টা করলে লিজেন্ড প্লেয়ার হতে পারো । তুমি কেন শেভাগদের মত হবে ? যত বড় প্লেয়ারই হও, যত চার ছক্কা মারো, যত বারই দলকে জেতাও স্বভাবটাকে শুধরে না নিলে তুমি বাপু হারিয়ে যাবে অতলে । ভালো প্লেয়ারের সাথে ভালো মানুষ হতে শিখ । তোমাকে রোল মডেল হিসেবে অনেকেই মেনে চলে তুমি তাদের জন্যেকোন আদর্শ রেখে যাচ্ছ ? জানি আমাদের দর্শকেরা তোমাকে বিরক্ত করেছে। কিন্তু এটাও মনে রেখ এই আবেগী দর্শকেরা তোমাকে এশিয়া কাপের টিম থেকে বাদ দেয়ার প্রতিবাদ করেছিল । তোমার কাছ থেকে আরো ভালো আচরণ আশা করি । আশা করি আমাদের পাগলা সাপোর্টে তুমি অহং এ ভেসে যাবে না । আমাদের দেশে শুধু এই একটি ক্ষেত্র আছে যা আমাদের নানা অসঙ্গতি দুঃখের ভেতরও আনন্দ দেয়, আমাদের নীচু শীর উচু করে এই ক্রিকেট। যার যোগ্য সারথী তুমি-তোমরা । তোমাদের কাছে ভালো আচরণ আশা করি ।
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে ( এক বছর আগে আরো একবার তোমাকে উদ্দেশ করেলিখেছিলাম, আবারো হয়ত অপাত্রেই কণ্যা দানেরমত কিংবা উলু বনে মুক্ত ছড়ানোর মত বলছি শুধুএই বিশ্বাসে যে আমি বাংলাদেশে ক্রিকেট নিয়েবড় আশাবাদী মানুষ যে তারা সঠিক গন্তব্যে একদিন পৌছুবে )
ভিডিও টি দেখুন এই লিঙ্ক এ ক্লিক করে
ফেসবুক থেকে সংগৃহীত
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮