‘আয়রে কিউটি খেতে আয়
কন্যা একা মাংস খায়’।
একা এক টেবিলে বসে গরুর মাংস দিয়ে ভাত মাখতে মাখতে মনে মনে ছড়া কাটছিল মেয়েটি।এরই মধ্যে দরজায় দেখতে পেল প্রত্যাশিত মুখ।ততক্ষনে খালি হয়ে গেছে অন্য টেবিলগুলোর বেশকিছু চেয়ার।তারই একটি বেছে নিল সেই নিস্পাপ মুখের অধিকারী।নিজের টেবিলের অন্যসব চেয়ার আর বুকের ভেতরটার মধ্যে বড় একটা পার্থক্য খুঁযে পেলনা মেয়েটি।ঠিক আছে তাই হোক।
দুই টেবিলের দু’জোড়া চোখ মিলল বেশ কয়েকবারই।সরেও গেল সাথে সাথেই।
যথারীতি ‘চরম ঢিলা’ খেতাবপ্রাপ্ত মেয়েটির আগেই খাওয়া শেষ হল ছেলেটির।মেয়েটির পাশে দাঁড়িয়েই এবার ভরল পানির গেলাস।
‘শোনেন,পানিটা বসে আস্তে আস্তে খান।এভাবে ঢক করে গিলে ফেললে শরীর পানি absorb করেনা।কিডনীতে ফিল্টারড হয়ে সোজা চলে যায় ব্লাডারে and you’ll feel like running to the bathroom on the very next minute.আর তাছাড়া বসে পানি খাওয়া সুন্নতও বটে’।
হাদিস এবং দু’বছর আগে এক চীনা ভেষজ চিকিৎসকের পরামর্শ মনে মনে আরেকবার ঝালিয়ে নেয় মেয়েটি।ঠোঁট ছুঁয়ে গ্লাস নেমে আসে টেবিলে।কিন্ত,বলা আর হয়না।
ঠিক আছে,না-ই হোক।