নেট ঘাটতে ঘাটতে একটু আগে এএফপির একটা খবরে চোখ আটকাইয়া গেল









নিচে সংবাদটির বাংলা তরজমা করলাম





অবিবাহিত মেয়েদের জন্য সেলফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের উত্তর প্রদেশের একটি আঞ্চলিক পরিষদ।



উত্তর প্রদেশের একজন প্রবীণ জানিয়েছেন, পঞ্চায়েত (বিধানসভার বিচারক) তরুন তরুনীদের এ ঘটনার জন্য এখন সেলফোনকেই দায়ী মনে করছে। এজন্যই তারা এ ধরণের পদক্ষেপ নিয়েছেন। এক্ষেত্রে গ্রামবাসীরও ব্যাপক মত রয়েছে।
নতুন এ সিদ্ধন্তে অনুযায়ী উক্ত এলাকায় বিয়ের আগে কোন মেয়ে কোথাও মোবাইল ফোন বহণ করতে পারবেন না।


এখন আমাদের দেশেও যাতে এ ধরণের নীতিমালা চালুর চেষ্টা কেউ করতে না পারে এজন্য আন্দোলণে নামা উচিত।




