
ইউরোপের জ্যোর্তিবিজ্ঞানীরা সম্প্রতি একটি নতুন গ্যালাক্সী আবিস্কার করেছে। এই গ্যালাক্সীটি সম্পূর্ণ অদ্ভুত। আসলে এটি দুটি আলাদা গ্যালাক্সী একে অপরের সাথে সংঘর্ষে যাচ্ছে। তার মানে এই নয় যে এই গ্যলাক্সীর তারা গুলোর মাঝে সংঘর্ষ হবে।
এই গ্যালাক্সীটির নাম দেয়া হয়েছে আর্প২৬১।এই নামকরনের কারন হলো হ্যাল্টন আর্প নামক একজন জোর্তিবিজ্ঞানী প্রথম এই ধরনের গ্যালাক্সীর ক্যটালগ তৈরী করেন।
আর্প২৬১ লিব্রা গ্যালাক্সী থেকে ৭০ মিলিয়ন আলোক বর্ষ দূরে।এই গ্যালাক্সীর গঠন অন্যসব গ্যালাক্সী থেকে সম্পূর্ণ আলাদা।এর গঠন দেখলে মনে হয় দুটি আলাদা গ্যালাক্সী একে অপরকে গ্রাস করতে যাচ্ছে।
আর্প২৬১ এর সুক্ষতম ছবিটি তোলা হয় ইউরোপীয় ভূ-টেলিস্কোপ দিয়ে যা চিলিতে অবস্তিত। নিচে ইউরোপীয় ভূ-টেলিস্কোপের একটি ছবি দেয়া হলে।

সম্প্রতি এই জোর্তিবিজ্ঞনীর দল আর্প২৬১ এর একটি ভিডিও ধারন করে। আমার বিশ্বাস এই ভিডিওটি সবার ভালো লাগবে।