জীবন থেকে পাওয়া
অজ্ঞ কভূ বিজ্ঞজনে চিনতে পারেনা
বুদ্ধিহীনে কৃতজ্ঞতার আশা করোনা ।
অসৎ কাউকেই সৎ মনে করেনা
নিকৃষ্টলোক কাউকেই শ্রেষ্ঠ ভাবে না ।
আত্মকেন্দ্রিক স্বার্থান্ধ লোক বন্ধু হয়না
অকৃতজ্ঞ মিথ্যাবাদী সৎ পথ পায়না ।
মূর্খ কারোর অবদান মনে রাখেনা
অ জনে বিত্ত হলে স্বজনে তাকায় না ।
ইতরের উপকার কভূ না করিবে
যদি কর ফল তার বিপরীত পাবে ।
ইতরের উপকার থাকে না স্মরণ
বালুকায় জলধারা শুকায় যেমন ।
-------
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১৩